তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও

তামা, অ্যালুমিনিয়াম, রূপা ও কাঠের তৈরি একই আকৃতির চারটি চামচ নেয়া হলো। প্রতিটি চামচের হাতলের প্রান্তে সাথে মোম দিয়ে একটি করে দেয়াশেলাই কাঠি আটকে দেয়া হলো। চামচগুলো একটি পানির পাত্রে এমনভাবে রাখা হলো যেন কাঠি লাগানো প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উচুতে থাকে। এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো।

কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে?

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago
Please, contribute to add content.
Content
Promotion