জেনে নিই
২৮ টি
১৭ টি
১৮ টি
২৭ টি
গ্রেট ব্রিটেনের রাজ্য- ৪টি
ব্রিটেনের কিছু তথ্যঃ
ব্রিটেনের রাজা-রানী ও প্রধানমন্ত্রী
ম্যাগনাকার্টা
গৌরবময় বিপ্লবের
শিল্প বিপ্লব
ব্লাসফেমি
ইউনিয়ন জ্যাক
ভিক্টোরিয়া ক্রস
নির্বাহী পদ
পার্লামেন্ট
ব্রেক্সিট
বৃটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রবচন গুলো:-
ফ্রান্স ভূ-রাজনৈতিক কৌশলে থাকার অন্যতম কারন হলো এর দক্ষিণে ভূ-মধ্যসাগর এবং পশ্চিমে | আটলান্টিক মহাসাগর অবস্থিত। ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। উল্লেখ্য যে নেপোলিয়নের (১৮০৪-১৮১৫) সময়কে বলা হয় ফ্রান্সের স্বর্ণযুগ কারণ এই সময় ইতালি, জার্মানী, এবং স্পেনসহ ইউরোপের মূল ভূ- খণ্ডের অধিকাংশ ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়ে ছিল।
জেনে নিই
তথ্য
জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।
জেনে নিই
১৯৯০ সালে
১৯৮৯ সালে
১৯৯১ সালে
১৯৮৮ সালে
বার্লিন টানেল: মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য জার্মানির পশ্চিম বার্লিন থেকে আধা কিলোমিটার সুরঙ্গ টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে।
বার্লিন প্রাচীর:
জেনে নিই
যুক্তরাষ্ট্র
পূর্ব জার্মানি
পশ্চিম জার্মানি
সোভিয়েত ইউনিয়ন
রাষ্ট্রীয়ভাবে এই দেশটির নাম হচ্ছে রাশিয়ান ফেডারেশন যা আয়তনের বিশ্বের সব থেকে বড় দেশ। তবে ১৯২২-১৯৯১ সালে এ দেশটি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। মূলত এটি ছিল বিভিন্ন দেশ এবং অঞ্চল মিলে একটি ইউনিয়ন। যার অফিশিয়াল নাম ছিল ইউনিয়ন অব দ্য সোভিয়েত সোশালিস্ট রিপাবলিকস বা ইউএসএসআর। এটি ছিল ফেডারেল সমাজতান্ত্রিক রাষ্ট্র। বর্তমানে এটি থেকে ১৫ টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যার বৃহত্তম অংশের নাম হচ্ছে বর্তমান রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা ছিলেন সোভিয়েত রাশিয়ান বিপ্লবী রাজনীতিবিদ এবং সরকারপ্রধান ভ্লাদিমির লেনিন। যিনি আদর্শগতভাবে একজন কমিউনিস্ট নেতা ছিলেন, তার মতবাদ কে বলা হয় লেলিনবাদ মতবাদ। এর পরবর্তী কমিউনিস্ট নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং রাষ্ট্রপতি ছিলেন মিখাইল গর্বাচেভ।
ভৌগোলিকভাবে রাশিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশের অংশ, তবে বৃহত্তম অংশটি এশিয়া মহাদেশের অন্তর্গত।
দেশটির উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। এছাড়াও রয়েছে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং ককেশাস অঞ্চল।
সাইবেরিয়া হচ্ছে দেশটির মধ্যভাগের দক্ষিণ থেকে উত্তর অঞ্চলের মধ্যে ভৌগলিক এলাকা যেখানে রয়েছে উরাল পর্বতমালা। তীব্র শীতের কারণে এখান থেকে বহু অতিথি পাখি বাংলাদেশ এসে থাকে।
আয়তনে বৃহত্তম হওয়ার কারণে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই দেশটির সাথে রয়েছে ষোলটি সার্বভৌম দেশের সাথে সীমান্ত যা বিশ্বে প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে চীন যা ১৪ টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত।
রাশিয়ার রয়েছে ১১ টি টাইম জোন। যা বিশ্বে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে ফ্রান্স।
দেশটির একমাত্র দাপ্তরিক এবং জাতীয় ভাষা হচ্ছে রাশিয়ান। তবে অঞ্চলভেদে ভাষাটির কিছুটা পার্থক্য দেখা যায়।
জাতিসত্তার ৮১% মানুষ হচ্ছে রাশিয়ান, ৪% তাতার।
তবে এখানকার ৭১% মানুষ রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান, ১৫% ধর্মহীন এবং ১০% মুসলিম।
রাজধানী এবং সবথেকে জনবহুল নগরী হচ্ছে মস্কো। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত। মস্কোভা নদীর তীরে অবস্থিত এই নগরীতে রয়েছে মস্কো ক্রেমলিন (কেন্দ্রীয় সুরক্ষিত কমপ্লেক্স বর্তমানে যা রাষ্ট্রপতির সরকারি বাসভবন), রেড স্কয়ার (অন্যদিকে লাল কেল্লা পুরান দিল্লিতে), সেন্ট বাসিলস ক্যাথিড্রাল।
মস্কোর ক্রেমলিন এর রাজনীতিকে বলা হত ক্রেমলিনোলজি।
এখানে সরকার ব্যবস্থা হচ্ছে ফেডারেল প্রভাবশালী দলীয় আধা রাষ্ট্রপতি সাংবিধানিক প্রজাতন্ত্র। প্রভাবশালী দলীয় বলতে একদলীয় ব্যবস্থা বুঝায় যারা বরাবর একই দল নির্বাচিত হয়ে থাকে।
দেশটির রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান এবং আইনত সরকারপ্রধান। যিনি দেশটির সর্বোচ্চ কর্তা ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ।
বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি অতীতে কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। অতীতে তিনি কেজিবি, ফেডারেল সিকিউরিটি সার্ভিস ও রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। উল্লেখ্য কেজিবি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধান সুরক্ষা সংস্থা।
দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের চেয়ারম্যান এবং দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। এর অফিশিয়াল কর্মক্ষেত্রের নাম রাশিয়ান হোয়াইট হাউস।
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষের নাম স্টেট দুমা।
বেরিং প্রণালী মাধ্যমে রাশিয়া তথা এশিয়া মহাদেশে এর সাথে উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট আলাদা হয়েছে।
একই সাথে এটির মাধ্যমে উত্তর প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর সংযুক্ত হয়েছে।
কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের বিরোধ রয়েছে। তবে শাখালিন দ্বীপ নিয়ে অতীতে জাপানের সাথে বিরোধ থাকলেও বর্তমানে এটি রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ।
রাশিয়ার সম্রাটদের ডাকা হতো জার নামে। প্রথম সম্রাট পিটার দি গ্রেট, যিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন। রাশিয়ার শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাস জার। জারতন্ত্রের পতন হয় রুশ বিপ্লবের মাধ্যমে ১৯১৭ সালে।
রুশ বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে। রুশ বিপ্লবের মহান নায়ক ভাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।
সাড়া জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল ছিল ১০ দিন।
লেনিনের নেতৃত্বে বলশেভিক দল ক্ষমতা দখল করে ১৯১৭ সালের ৭ নভেম্বর।
USSR নামটি গৃহীত হয় ৩০ ডিসেম্বর ১৯২২। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ২১ ডিসেম্বর ১৯৯১। সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেয়া হয় এবং প্রেসিডেন্ট গর্বাচেভ পদত্যাগ করেন ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর। USSR বিলুপ্ত হয় ২৬ ডিসেম্বর ১৯৯১। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র গঠিত হয় ১৫টি।
ভারত ও রাশিয়ার মধ্যে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৩ সালের ৫ মার্চ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা ‘ড্যাড অব অল বোম্বস’ এর আবিষ্কারক রাশিয়া।
অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচেভ।
বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক প্রকল্প নির্মাণ করেছে রাশিয়া।
রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি ।
সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ২৯ আগস্ট ১৯৪৯।
ইউরোপের প্রথম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল এই গ্রিসে। বর্তমান আধুনিক ইউরোপকে এর ফসল বললে অত্যুক্তি হবে না। রোম গ্রীস দখল করে- খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে। Minoan, Ges Mycenaean সভ্যতার উত্থানের ফলে স্বতন্ত্র সরকার ও সমাজ কাঠামো বিশিষ্ট রাজ্যের সৃষ্টি হয়। এই রাজ্যগুলো স্পার্টা এবং এথেন্সের অধীনে একত্রিত হয়ে পার্সিয়ানদের অগ্রযাত্রাকে প্রতিহত করেছিল। এথেন্সে গ্রিসের প্রথম গণতান্ত্রিক সমৃদ্ধ। সভ্যতা প্রতিষ্ঠিত হয়। গ্রিস ১৪৬০ সালে তুরস্কের অধীনস্থ ছিল। ১৮২৯ খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে।
জেনে নিই
পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে পরে এবং সেগুলো দস্যু | কবলিত হয়ে পরার ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম সামন্ত প্রথার | সূত্রপাত ঘটে ইতালিতে। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সামন্ত সমাজব্যবস্থা শক্তিশালী রূপ লাভ করে, পরবর্তীতে রেঁনেসার মধ্য দিয়ে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ এটি। এই কারণে রোমকে দুই রাষ্ট্রের রাজধানীও বলা হয়।
জেনে নিই
জেনে নিই
মৌলিক তথ্য:
ভ্যাটিকান সিটি মূলত একটি নগররাষ্ট্র । আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভৌগোলিক পরিসরে যেসব রাষ্ট্রের মাঝে অন্য কোন রাষ্ট্রের অংশবিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে, সেটিকে ছিদ্রায়িত বলে। ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির অভ্যন্তরের দুইটি দেশ হলো- স্যানম্যারিনো ও ভ্যাটিকান সিটি।
জেনে নিই
১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে সৃষ্টি হওয়া নতুন ৭ টি রাষ্ট্র সৃষ্টি হয়। সার্বিয়া আর মন্টিনিগ্রো ফেডাকে রিপাবলিক অব যুগোশ্লাভিয়া নাম নিয়ে কিছুকাল টিকে থাকলেও ২০০৬ সালে মন্টিনিগ্রো স্বাধীন হলে যুগোশ্লাভিয়া বিলীন হয়ে যায়। পরবর্তীতে সার্বিয়া ভেঙ্গে সার্বিয়া ও কসোভো (২০০৮) নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়।
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
মৌলিক তথ্য:
পর্তুগালকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ (A nation of great seafarers) বলা হয়। গামা ইউরোপ থেকে ভারতে আসার জনপথ আবিষ্কার করেন। ১৪৯৮ সালে তিনি ভারতের কালি উপস্থিত হন।
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
জেনে নিই
সাইপ্রাস (Cyprus)
মাল্টা (Malta)
বলকান অঞ্চল (The Balkans) বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কৃপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। যার অর্থ সারি সারি পর্বত। বলকান অঞ্চলের আয়তন প্রায় ৫.৫০,০০০ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় সাড়ে ৫ কোটি লোকের বাস। ঐতিহাসিকভাবে বলকান ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশ।
জেনে নিই
বলকান রাষ্ট্র মোট ১১ টি
[নোট: সাবেক যুগোস্লোভিয়ার ভেঙ্গে যাওয়া ৭টি রাষ্ট্রও বলকান রাষ্ট্র।
জেনে নিই
প্রিস্টিনা
তিরানা
বুদাপেস্ট
নিকোশিয়া
জেনে নিই
ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ তম সদস্য।
জেনে নিই
জেনে নিই
রাষ্ট্রীয় নামঃ State of the Vatican City
রাজধানীঃ ভ্যাটিকান সিটি
ভাষাঃ ইটালিয়ান
মুদ্রাঃ ইউরো
মৌলিক তথ্য:
ভ্যাটিকান সিটি মূলত একটি নগররাষ্ট্র । আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভৌগোলিক পরিসরে যেসব রাষ্ট্রের মাঝে অন্য কোন রাষ্ট্রের অংশবিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে, সেটিকে ছিদ্রায়িত বলে। ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির অভ্যন্তরের দুইটি দেশ হলো- স্যানম্যারিনো ও ভ্যাটিকান সিটি।
জেনে নিই
উত্তর ইউরোপের তিনটি দেশ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে বলা হয় স্কান্ডিনেভিয়ান দেশ।
অধুনা উত্তর ইউরোপের পাঁচটি দেশ নরওয়, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে নর্ডিক রাষ্ট্র নির্দেশ করে।
[মনে রাখুন: সব স্কান্ডিনেভিয়ান রাষ্ট্রই নর্ডিক দেশ, কিন্তু সব নর্ডিক দেশ স্কান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়।]
দেশের নাম | রাজধানী | মুদ্রা | ভাষা | উপনিবেশ |
---|---|---|---|---|
ফিনল্যান্ড | হেলসিংকি | ইউরো | ফিনিশ, সুইডিশ | রাশিয়া |
ডেনমার্ক | কোপেনহেগেন | ক্রোন | ড্যানিশ |
|
আইসল্যান্ড | রিকজাভিক | ক্রোনা | আইসল্যান্ডিক | ডেনমার্ক |
সুইডেন | স্টকহোম | ক্রোনা | সুইডিস |
|
নরওয়ে | অসলো | ক্রোন | নরওয়েজিয়ান | সুইডেন |
জেনে নিই
Read more