মিডিয়া ও গণমাধ্যম

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
81
81
Please, contribute by adding content to মিডিয়া ও গণমাধ্যম.
Content

প্রাথমিক তথ্য

18
18
  • গণমাধ্যমকে প্রধানত ৮টি ভাগে ভাগ করা হয়েছে। যথা- বই, সংবাদপত্র, সাময়িকী, ধারণযন্ত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ও ইন্টারনেট
  • গণমাধ্যম হলো সমাজের দর্পণ।
  • গণমাধ্যম দুই প্রকার । যথা প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন)
  • গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ- গণমাধ্যম (ফোর্থ স্টেট)।
  • ৫ম স্তম্ভ বলা হয় সুশীল সমাজকে।
  • জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
  • Press Institute Bangldesh (PIB) গঠিত হয় ১৯৭৬ সালে।
  • বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত প্রধান সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
  • প্রথম বাংলাদেশি হিসেবে পুলিত্জার পুরস্কার লাভ করেন রয়টার্স ফটোগ্রাফার মোঃ পনীর হোসেন (২০১৮)।
Content added By

সংবাদ পত্র ও সম্পাদক

60
60

বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম- বাসস। বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থা গুলো- ইস্টার্ন নিউজ এজেন্সী ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউ.এন.বি) আনন্দ বাংলা সংবাদ (আবাস) মিডিয়া সিন্ডিকেট, নিউজ ইডিয়া, বি.এন.এস প্রভৃতি ।

  • উপমহাদেশের প্রথম সংবাদ পত্র- বেঙ্গল গেজেট ১৭৮০ সালে প্রকাশিত হয়।
  • উপমহাদেশের প্রথম বাংলা সংবাদ পত্রের নাম- সমাচার দর্পণ (১৮১৮ সালে প্রকাশিত হয়)।
  • "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” এ উক্তিটি 'শিখা' পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা থাকতো ।
  • একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক ছিলেন- হাসান হাফিজুর রহমান।
  • দেশ বার্তা নামক বাংলা পত্রিকা কোন দেশে প্রকাশিত হয় - লন্ডনে।
  • বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র- দিকদর্শন।
  • বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর (১৮৩৯ সালে)।
  • বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র - রংপুর বার্তাবহ।
  • গ্রামবার্তা পত্রিকা প্রকাশ করেছিলেন- কাঙ্গাল হরিনাথ।
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র- ঢাকা প্রকাশ।
  • প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসাবে সবুজপত্র ভূমিকা রাখে।
  • বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলন হিসেবে সবুজপত্র পত্রিকার অবদান বেশি।
  • কাজী নজরুল ইসলাম ও মুজাফ্ফর আহমদ একত্রে সম্পাদন করেছিলেন- নবযুগ।
  • ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা ক্রান্তি, লোকায়ত সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
  • সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দর আবু জাফর।
  • ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত - পত্রিকাটির নাম শিখা।
  • বাংলাদেশে মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকা- 'বেগম' এর সম্পাদক ছিলেন নূরজাহান বেগম।
  • বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা- 'ধান শালিকের দেশে' শিশুতোষ পত্রিকা।
  • ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়া হলেও প্রকৃত নাম- তোফাজ্জল হোসেন।
  • বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি পত্রিকার নাম “Bangladesh Observer”.
  • 'দি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- এম. হোসেন আলী।
  • জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৯৫৪ সালে।

বাংলাদেশের সংবাদ সংস্থা

  • বাসস- বাংলাদেশ সংবাদ সংস্থা
  • আবাস- আনন্দপত্র বাংলা সংবাদ
  • ইউএনবি- United News of Bangladesh
  • এনএনবি - News Network of Bangladesh
  • বিএনএ- Bangladesh News Agency
  • বিএনএস- Bangladesh News Service
  • পিএনএ - Probe News Agency
  • পিএস- Press Network
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

মুজতবা আলী
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
দীনেশরঞ্জন দাস
কাজী নজরুল ইসলাম
অক্ষয় কুমার দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
মোজাম্মেল হক
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
প্রথম চৌধুরী
মোঃ নিাসির উদ্দীন

টেলিভিশন

27
27
  • বাংলাদেশ টেলিভিশন: ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বর্তমান রাজউক ভবনে বিটিভির প্রথম অফিস চালু হয়। আব্বাস উদ্দিনের মেয়ে ফেরদৌসি রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী।
  • তিনি বিটিভিতে প্রথম গেয়েছিলেন আবু হেনা মোস্তফা কামালের লেখা "ঐ যে আকাশ নীল হল আজ" গান।
  • বিটিভিতে প্রচারিত প্রথম নাটক 'একতলা ও দোতলা' (২৭ ফেব্রুয়ারি, ১৯৬৫)।
  • রামপুরা টিভি কেন্দ্র চালু হয় ১৯৭৫ সালে ।
  • ১৯৮০ সালের ১লা ডিসেম্বর থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
  • বিটিভি জাদুঘর চালু হয় ১লা ডিসেম্বর, ২০১৬ সালে।
  • বাংলাদেশে প্রথম ডিশ এ্যান্টেনা ব্যবহার শুরু হয় ১৯৯২ সালে।
  • বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।
  • প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলঃ চ্যানেল আই।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

লাল, আসমানী এবং সবুজ
লাল, আসমানী এবং কমলা
লাল, আসমানী এবং বেগুনী
লাল, আসমানী এবং হলুদ
একতলা দোতলা
জমিদার দর্পণ
কবর
অ্যান্থনি মারকাস

বেতার

14
14
  • বাংলাদেশ বেতারঃ বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
  • ১৯৭৫-৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের নাম ছিল- রেডিও বাংলাদেশ।
  • সর্বপ্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়েছিল- চট্টগ্রামের কালুরঘাটে।
  • বাংলাদেশ বেতারে সদর দপ্তর- ঢাকার শাহবাগে।
  • বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটকঃ কাঠঠোকরা।
  • বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও মেট্রোওয়েভ ।
  • বাংলাদেশে প্রথম সংবাদভিত্তিক বেসরকারি রেডিও- এবিসি রেডিও।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

১০ জানুয়ারি
১৩ ফেব্রুয়ারি
২৬ আগস্ট
১৬ মে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
রেডিও পাকিস্তান, চট্টগ্রাম
চট্রগ্রাম বেতার কেন্দ্র
কালুরঘাট বেতার কেন্দ্র

চলচ্চিত্র

54
54
  • সর্বপ্রথম নির্মাণ করে লুমিয়ার ব্রাদার্স ১৮৯৫ সালে যুক্তরাষ্ট্রে।
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন।
  • প্রথম মুসলিম বাঙ্গালী চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান।
  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী (১৯৩১), পরিচালক- অরেন্দ্রনাথ চৌধুরী।
  • বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্ৰ মুখ ও মুখোস (১৯৫৬), পরিচালক আব্দুল জব্বার খান।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র Stop Genocide (জহির রায়হান) ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান (মোহাম্মদ জহিরুল্লাহ)।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন (পরিচালক- চাষী নজরুল ইসলাম)।
  • বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৯৮১ সালে।

উপমহাদেশের চলচ্চিত্র

  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত জামাই ষষ্ঠী (১৯৩১) ।
  • উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলীবাবা ও চল্লিশ চোরের পরিচালক হারালাল সেন।
  • উপমহাদেশের প্রথম মুসলমান চলচ্চিত্রকার- কাজী নজরুল ইসলাম।
  • কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির নাম- ধূপছায়া (১৯৩১)
  • কাজী নজরুল ইসলাম স্বয়ং যে চলচ্চিত্রে অভিনয় করেন- ধ্রুব সিনামাতে।
  • সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন- লুমিয়ার ব্রাদার্স (ফ্রান্স, ১৮৯৫ সালে)।

বাংলাদেশের চলচ্চিত্র

  • ১৯৫৬ সালে মুক্তি পাওয়া প্রথম সবাক চলচ্চিত্র- মুখ ও মুখোশ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।
  • জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।
  • সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয় যে চলচ্চিত্রে- জীবন থেকে নেয়া।
  • কাঁচের দেয়াল, Stop Genocide- প্রামান্য চলচ্চিত্র দুটির পরিচালক- জহির রায়হান।
  • সূর্য দীঘল বাড়ি সিনেমার পরিচালক শেখ নিয়ামত আলী।
  • বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটকের নাম- বাকী ইতিহাস।
  • মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক- আব্দুল জব্বার খান।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক- আবদুল জব্বার খান।
  • আবার তোরা মানুষ হ বিখ্যাত এ চলচ্চিত্রটির নির্মাতা খান আতাউর রহমান।
  • ‘পদ্মা নদীর মাঝি' ছবির পরিচালক- গৌতম ঘোষ ।
  • 'পথের পাঁচালী' প্রথম প্রদর্শিত হয় ১৯৫৫ সালে।
  • বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী- পূর্ণিমা সেনগুপ্তা।
  • বাংলা সিনেমার প্রথম মুসলমান অভিনেত্রী- বনানী চৌধুরী।

BFDC

  • BFDC-Bangladesh Film Development Corporation.
  • প্রতিষ্ঠিত- ১৯৫৮ সালে।
  • BFDC প্রথম চলচ্চিত্র- জাগো হুয়া সাভেরা।
  • জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রের পরিচালক- আখতার জং কাদের।

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

  • মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত - ওরা ১১ জন ।
  • মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্র দুটির নির্মাতা- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
  • আগুনের পরশমণি ছবির পরিচালক- হুমায়ূন আহমেদ।
  • মুক্তির গান চলচ্চিত্রের চিত্রকর- লেয়ার লেভিন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র

  • আন্তর্জাতিকভাবে পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আগামী।
  • অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবি- মাটির ময়না ।
  • কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়- মাটির ময়না (তারেক মাসুদ)।

বিখ্যাত পরিচালক ও চলচ্চিত্র

  • তিতাস একটি নদীর নাম সিনেমার পরিচালক- ঋত্বিক ঘটক।
  • হুলিয়া, স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, লালসালু চলচিত্রের পরিচালক- তানভীর মোকাম্মেল ।
  • পথের পাঁচালী, অপুর সংসার, অশনি সংকেত, হীরক রাজার দেশের পরিচালক- সত্যজিৎ রায।

জেনে নিই

  • বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক ড. আশরাফ সিদ্দিকী।
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের বিয়ের গান 'হারামনি' সংগ্রহ করেন- অধ্যাপক মনসুর উদ্দীন আহমদ।
  • লোকগানের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের আত্মজীবনী- আমার শিল্পী জীবনের কথা।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা- ফেরদৌসী রহমান।
  • বাংলাদেশের 'সুর সম্রাট' বলা হয়- ওস্তাদ আলাউদ্দীন খাঁকে।
  • বাংলাদেশের 'বাউল সম্রাট'- লালন ফকির
  • বাংলা টপ্পা গানের জনক- নিধু বাবু (প্রকৃত রাম নিধিগুপ্ত) ।
  • মরমী কবি নামে পরিচিত- হাসন রাজা।
  • গম্ভীরা গানের উৎপত্তি - পশ্চিমবঙ্গের মালদহ।
  • ভাওয়াইয়া গানের উৎপত্তি - রংপুর ও ভারতের কুচবিহার।
  • গম্ভীরা গান বাংলাদেশের যে অঞ্চলে আসে - চাঁপাইনবাবগঞ্জে।
  • ইউনেস্কো বাউল সঙ্গীত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষিত হয়- ২০০৫ সালে।
  • বাংলাদেশের যে স্থানে বন বিবির গান গেয়ে কাজ করা হয়- সুন্দরবনে।
  • পাঁচালি' গানের বিখ্যাত কবি- দাশরথি রায়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আমজাদ হোসেন
খান আতাইর রহমান
জহির রায়হান
কাজী হায়াৎ
মঈনুল হক
মৃণাল হক
শিল্পাচার্য জয়নুল আবেদীন
হাশেম খান
টুঙ্গিপাড়ার মিয়া ভাই
চিরঞ্জীব মুজিব
মুজিব একটি জাতির রূপকার
ছিটমহল

ডাক ব্যবস্থা

27
27
  • পৃথিবীর যে দেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়- বৃটেন
  • স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ডাকঘর স্থাপন করা হয়- চুয়াডাঙ্গায়।
  • বাংলাদেশের ডাক ব্যবস্থা বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান- সেবাই আদর্শ।
  • বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি অবস্থি- রাজশাহী।
  • স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেটে ছবি ছিল- শহীদ মিনারের।
  • ডাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় : ফিলাটেলি (Philately)।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

শহীদ মিনার
লালবাগের কেল্লা
সোনা মসজিদ
জাতীয় স্মৃতিসৌধ
সেবাই ধর্ম
সেবাই আদর্শ
সেবাই মানবতা
সেবাই শ্রেষ্ঠ
ফিদেল ক্যাস্ট্রো
মহাথির মোহাম্মাদ
বারাক ওবামা
লেনসন ম্যান্ডেলা
কামরুল হাসান
নিতুন কুন্ডু
কাইয়ুম চৌধুরী
বিমান মল্লিক

তার ও টেলিফোন

12
12
  • বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়- ১৯৯০ সালে।
  • বাংলাদেশে সর্বপ্রথম কার্ডফোন ব্যবস্থা চালু হয়- ১৯৯২ সালে।
  • ভি স্যাট- বহির্বিশ্বের সাথে ডাটা আদান-প্রদানের মাধ্যম।
  • বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন (টি এন্ড টি) বোর্ডের সদর দপ্তর অবস্থিত- ঢাকা।
  • বিটিআরসি- বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন।
  • বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়- ১৯৯৬ সালে ।
  • বাংলাদেশের কম্পিউটারে প্রথম বাংলা ফন্ট ব্যবহৃত হয়- ১৯৮৭ সালে (নাম-বিজয়)।
  • বাংলাদেশের প্রথম সেলুলার ফোন- সিটিসেল (চালু হয় ১৯৯৩ সালে)।
  • পৃথিবীর যে দেশটির সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই- ইসরাইল।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ভয়েস টেলিফোনি
মোবাইল টিভি
ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
ভিডিও কল
শব্দ শক্তি
তড়িৎ শক্তি
বিদ্যুৎ সংকেত
চৌম্বক শক্তি
Promotion