ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
১০০ ঃ ১০৬
১০০ ঃ ১০০.৬
১০০ঃ১০০.৩
১০০ ঃ ১০০
উপজাতি নিয়ে কিছু তথ্য জেনে নিই
গারো
সাঁওতাল
খাসিয়া
মারমা
নাম | অবস্থান |
---|---|
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী | বিরিশিরি, নেত্রকোনা |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র | রাঙ্গামাটি |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট | বান্দরবান |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট | খাগড়াছড়ি |
মণিপুরী ললিতকলা একাডেমি | মৌলভীবাজার |
রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট | রামু, কক্সবাজার |
নোট: রাজশাহী ও কক্সবাজারে আরোও দুইটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ মোট প্রতিষ্ঠান- ৮ টি।
৪৫ বছর
৫৫ বছর
৫০ বছর
৭২.৮ বছর
ইংরেজ আমলে সূর্যাস্ত আইন ও চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে স্থানীয় মহাজন ও জমিদারদের অত্যাচারের শিকার হয়ে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে তাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে, তাই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত।
পার্বত্য অঞ্চলে অধিক টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহিরাগতদের কাছে কার্পাস বা তুলার কর আদায়ের চুক্তি করে ইজারা দিতে থাকে। এহেন পরিস্থিতিতে চাকমাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। প্রথম ১৭৭৬ সালে চাকমা দলপতি রাজা শের দৌলত ও তাঁর সেনাপতি রামু খাঁর নেতৃতে প্রথমবার চাকমা বিদ্রোহ সংঘটিত হয়।
মানবেন্দ্র নারায়ণ লারমার ছোট ভাই। পাহাড়ি অধিকার অন্দোলন কর্মী ও জনসংহতি সমিতির বর্তমান সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা।