একটি রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ 2। এটি শীতল তাপধার হতে প্রতি চক্রে 250। তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কী পরিমাপ তাপ উষ্ণ তাপধারে বর্জন করবে?
CFC কিভাবে ওজন স্তর ধ্বংস করে?
আমরা জানি ওজন স্ট্রাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অনু যখন এই স্ট্রাটোস্ফিয়ারে পৌছায় তখন UV রশ্মি দ্বারা ভেঙ্গে ক্লোরিন ফ্রি-র্যাডিকেল গঠন করে। উক্ত ফ্রি-র্যাডিকেল খুবই সক্রিয় হওয়ায় এজনের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করে।
নিম্নে বিক্রিয়া দেখানো হল-
CFCl3(→┴UV ) CFCl2.+ Cl.
Cl.+O3=ClO.+O2
O2(→┴UV )2O.
ClO.+ O.= Cl. + O2
ClO.+ O3= ClO2. + O2