বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? 

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

এ মহাবিশ্বের প্রতিটি কন্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান? কিসের উপর এই বলের মান নির্ভর করে। পৃথিবীর আকর্ষণের ফলে পড়ন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মান কত, এই মান কেন পরিবর্তিত হয়। এই অধ্যায়ে আমরা মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ, ভর ও ওজন নিয়ে আলোচনা করব।

এই অধ্যার পাঠ শেষে জামা-

   • মহাকর্ষ ব্যাখ্যা করতে পারব :

   • মহাকর্ষ ও অভিকর্ষের পার্থক্য ব্যাখ্যা করতে পারব,

   • অভিকর্ষজ ত্বরণ ব্যাখ্যা করতে পারব;

   • ভর ও ওজনের পার্থক্য করতে পারব;

   • অভিকর্ষজ ত্বরণের প্রভাবে কস্তুর ওজনের পরিবর্তন বিশ্লেষণ করতে পারব; 

   • আমাদের জীবনে অভিকর্ষজ ত্বরণের অবদান উপলব্ধি করব।

Content added || updated By
Promotion