উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও

দৃশ্যকল্প-১ : একদল পর্যটক এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম অঞ্চলে ভ্রমণে গেলেন ।

দৃশ্যকল্প-২ : আরেক দল পর্যটক উত্তর আমেরিকার কলোরাডো অঞ্চলে ভ্রমণে গেলেন।

তারা সেখানে ভূমিরূপের বৈচিত্র্য লক্ষ করলেন।

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের ভূমিরূপ দেখা যায়?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। এ সময় এর উপর যে আস্তরণ পড়ে তা হলো ভূত্বক। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর। অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম শিলা। পৃথিবীতে কার্যরত বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া শিলা ও খনিজের ধরন দ্বারা প্রভাবিত হয়। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। এ পরিবর্তন দুরকম। ধীর পরিবর্তন ও আকস্মিক পরিবর্তন। এ অধ্যায়ে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, বিভিন্ন রকম শিলা, ভূপৃষ্ঠের ধীর ও আকস্মিক পরিবর্তন এবং বিভিন্ন ভূমিরূপ নিয়ে আলোচনা করব।

Promotion