নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর

মি. 'ক' এমন একটি দেশের নাগরিক যেখানে ব্যক্তিমালিকানায় মিল- কারখানা পরিচালিত হয় এবং ভোগের ক্ষেত্রেও স্বাধীনতা থাকে। অন্যদিকে মি. 'খ' যে দেশের নাগরিক সে দেশে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না এবং একটিমাত্র রাজনৈতিক দল থাকে।. 

অনুচ্ছেদে বর্ণিত মি. 'ক' এর দেশটি কোন ধরনের রাষ্ট্র?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে । এ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারপদ্ধতি সম্পর্কে জানব ।
এ অধ্যায় পড়া শেষে আমরা -
• বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারব্যবস্থা বর্ণনা করতে পারব
• বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
• গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করতে পারব • গণতান্ত্রিক আচরণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব ।

Promotion