মানব রক্তের pH কত?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

রক্তের বাফার কৌশল বর্ণনা কর 

 

উত্তর:

মানবদেহের রক্তের pH মান 7.4। অর্থাৎ সামান্য ক্ষারীয় প্রকতির। তবে রক্তের pH মান কোনো কারণে 0.5 এর বেশি পরিবর্তিত হলে জীবন সংকটাপন্ন হয়। রক্তের PO43−​,HCO3−​ প্রোটিন বাফার ক্রিয়ায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে HCO3−​ এবং H2​CO3​ এ কৌশল বর্ণনা করা হয়।

১। H+ এর অপসারণ: (Removal of H+) : অম্ল জাতীয় যৌগ বা পদার্থ রক্তে শোষিত হলে অম্লের H+ নিম্নরূপে প্রশমিত হয়-

H++HCO3−​→H2​CO3​ 

উৎপন্ন H2​CO3​ দুর্বল হওয়ায় তা বিয়োজিত হয়ে পানি এবং CO2​–এ পরিণত হয়।

২। OH− এর অপসারণ (Removal of OH−): রক্তে ক্ষার জাতীয় দ্রবণ যোগ করা হলে তা নিম্নরূপে বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়-

H2​CO3​+OH−⟶HCO3−​+H2​O 

এভাবেই বাই কার্বনেট- কার্বনিক এসিড রক্তের pH মানের পরিবর্তন হতে দেয় না।

 

Promotion