২য় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুস্কাল প্রারম্ভিক ঘনমাত্রার-

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
  • অ্যাপ্রোন

ল্যবরেটরিতে কাজের সময় ঢিলা জামাকাপড় ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক ছাত্রছাত্রী ল্যবরেটরিতে প্রবেশ করার পূর্বে সাদা অ্যাপ্রন পরিধান করে নিতে হবে। 

এর ফলেঃ

১। শিক্ষার্থীর মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারে

২।রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেস সুরক্ষা 

৩।রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে শরীরের ত্বক রক্ষা পায় 

 

  • Safty Glass

উদ্বায়ী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় চোখে নিরাপদ চশমা ব্যবহার করতে হবে

এতে করেঃ

১।চোখে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা পায়

২।নদুর্ঘটনায় ও রাসায়নিক ল্যাবে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হতে পারে যা থেকে রক্ষা পাওয়া যায়।

 

  • মাস্ক

 CO2 ,NO2,  NH3, SO2   ও অন্যান্য ক্ষতিকর  গ্যাস উৎপন্ন হয়। এসব গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, মাথা ধরা ও চোখে পানি আসা, জ্বালা করা ইত্যাদি ঘটে। মাস্ক ব্যবহারে এসব ক্ষতির মাত্রা কমানো যায়।

Promotion