বায়ুর আর্দ্রতা

সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান - বায়ুর আর্দ্রতা

বারিমন্ডলের ধারণা

পৃথিবী পৃষ্ঠের ২৯.২% স্থলভূমি এবং ৭০.৮% জলভূমি। বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে যেমন- কঠিন (বরফ), গ্যাসীয় (জলীয়বাষ্প) এবং তরল। বায়ুমন্ডলে পানি রয়েছে জলীয়বাষ্প হিসেবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। সুতরাং বারিমন্ডল (Hydrosphere) বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ। বারিমন্ডলের জলের পরিমাণভিত্তিক বন্টন নিম্নরূপ-

Content added By
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
গায়ের ঘাম বের হতে দেয় না
বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
Promotion