Job

Write an essay in Bangla on বাংলাদেশের ক্রীড়া ও সম্ভাবনা"।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

বাংলাদেশের ক্রীড়াঙ্গনঃ সাফল্য ও সম্ভাবনা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভিন্ন খাতের উন্নয়নের পাশাপাশি আরো যে একটি খাতে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে, সেই খাতটির নাম ক্রীড়াঙ্গন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের খ্যাতি ও পরিচিতি বিশ্বময় এক আলোড়ন সৃষ্টি করেছে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের সাথে সিরিজ জয় করে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবল দল, অনুর্ধ্ব ১৪/১৬ ফুটবল দল, বধির ক্রিকেট দল, স্পেশাল উইনটার অলিম্পিক টিম, মহিলা ও পুরুষ তীরন্দাজ দল, রোলার স্কেটিং দল, মহিলা ও পুরুষ হ্যান্ডবল দল, সাতারু দল, হকি দল, শ্যুটিং দল, ভারোত্তোলক দল, ভলিবল দল ও জুনিয়র মহিলা ব্যাডমিন্টন দলের খেলোয়ারেরা বিরামহীনভাবে দেশ ও জনগণের জন্য সুনাম বয়ে আনছে।

প্রথমে আসা যাক ক্রিকেটের কথায়। বাংলাদেশের ক্রিকেট দলকে যে এখন আর বিশ্বের কোন দলের হালকাভাবে নেয়ার সুযোগ নেই, গত কয়েক বছরে তারা তা একটু একটু করে বুঝিয়ে দিয়েছে। বাংলদেশ ক্রিকেটের যাত্রাটা ৩০ বছরের। আমাদের স্বাধীনতার চেয়েও অনেক কম বয়সি আমাদের ক্রিকেট। ১৯৮৬ সালের ৩১শে মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপর ২০০০ সালে টেস্ট ক্রিকেটে আমাদের অভিষেক হয়। সম্প্রতি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ গুলোতে বাংলাদেশের ধারাবহিক জয় এই সাফল্যের অংশীদার। ক্রিকেটে বাংলাদেশ আরো উন্নতি করবে বলে আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলতে না পারলেও ঘরোয়া মাঠে ফুটবলে বাংলাদেশ অনেক ভালো করছে। বাংলাদেশের মেয়েরা একের পর এক জয় এনে বাংলাদেশের জন্য সুনাম এনে দিচ্ছে। এএফসি অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে পাকিস্তানকে ১৪-০ এবং নেপালকে ৩-০ গোলে হারিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরী ফুটবলাররা। সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলটি সম্প্রতি হংকংয়ে আমন্ত্রণমূলক হকি কাপেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তিনটি আসরে মোট ৯টি ম্যাচ খেলেছিল দলটি। এই ৯টি ম্যাচে তারা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৫৪টি। আর গোল হজম করেছে ২টি।

এভাবে ক্রীড়াক্ষেত্রে প্রতিটি অঙ্গনেই বাংলাদেশের পদচারণা সাফল্যমন্ডিত হয়ে উঠছে।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion