Job

Write a business letter in Bangla by following the theme given below: 

কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের আওতায় নতুন আর কী কী খাত যুক্ত হতে পারে সেই বিষয়ে প্রস্তাব প্রণয়নের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রস্তাবনা-পত্র লিখুন।  

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

২০.০১.২০১৮

বরাবর 

চেয়ারম্যান 

অগ্রণী ব্যাংক লিমিটেড 

মতিঝিল, ঢাকা। 

বিষয়ঃ কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের আওতায় নতুন বিষয়ে প্রস্তাব প্রণয়ন প্রসঙ্গে। 

জনাব,

আপনার সদয় অবগতির জন্য আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাফল্য ঈর্যাজনক। বিগত বছরগুলোতে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অগ্রগণ্য। বর্তমান প্রচলিত কার্যাবলির পাশাপাশি আমরা নিম্নলিখিত কার্যক্রমগুলো যুক্ত করতে পারিঃ

 ক. বন্যাদুর্গতদের পূর্ণবাসন ব্যবস্থা।

খ. প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্থ সম্প্রদায়কে আর্থিক সহায়তা। 

গ. ছিন্নমূল শিশু-কিশোরদের শিক্ষা ব্যবস্থা।

 ঘ. এসিড দগ্ধ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 

ঙ. নদী ভিত্তিক বেদে সমাজের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। 

আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচলিত সোসাল রেসপনসিবিলিটি কার্যক্রমের সাথে উপরোক্ত কার্যক্রমগুলো যুক্ত করলে সামাজিক সমৃদ্ধি সাধিত হবে বলে মনে করি। 

 সবিনয়ে,

আশরাফুল কবির 

ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড 

মানিকগঞ্জ শাখা।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion