ক্লাস পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং চাকরির নিয়োগ পরীক্ষা সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়
ভালো করার পূর্ব শর্ত হিসেবে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই।
সব ধরণের শিক্ষার্থীর জন্য এই মডেল টেস্টকে সহজলভ্য করতে স্যাট একাডেমি Self
Test এবং On-Dimand Test ছাড়াও নিয়মিত সিলেবাসভিত্তিক
গুরুত্বপুর্ন প্রশ্নের উপরে মডেল টেস্ট এর আয়োজন করে করে থাকে।
এছাড়া বিভিন্ন ব্যক্তি, কোচিং সেন্টার এবং প্রতিষ্ঠানও স্যাট একাডেমীতে বিভিন্ন টপিক্সেরউপরে
মডেল টেস্ট নিয়ে থাকে।
বেটার ইউজার-ইন্টারফেস এর জন্য সবগুলো মডেলটেস্ট একই পেজে রাখা হয়নি।
স্ব-স্ব ক্যাটাগরির সকল মডেল টেস্ট দেখতে See all বা View
more বাটনে ক্লিক করতে হবে।
এছাড়া ইচ্ছামতো সাবজেক্ট এবং অধ্যায়ে টেস্ট দিতে On-Demand Test বা
Custom Test বাটনে ক্লিক করতে হবে। (On-Demand Test পেজে এ সম্বন্ধে
প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।)
সময়ের উপরে ভিত্তি করে মডেল টেস্টগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথা-
১। লাইভ টেস্ট, ২। আর্কাইভ টেস্ট, ৩। আপকামিং টেস্ট
লাইভ টেস্ট : চলমান টেস্টসমূহ।
আর্কাইভ টেস্ট : মেয়াদোত্তীর্ণ টেস্টসমূহ।
আপকামিং টেস্ট : যে টেস্ট গুলো এখনো লাইভ হয়নি তবে প্রদত্ত সময়ে লাইভ
হবে।
মডেলটেস্ট Start Now বাটনে ক্লিক করলে টেস্ট শুরু হবে এবং একই সাথে
টাইম কাউন্ট-ডাউনও শুরু হবে। উল্লেখিত সময়ের মধ্যে মডেলটেস্ট শেষ না করতে পারলে সিস্টেম
স্বয়ংক্রিয়ভাবে মডেল্টেস্ট সাবমিট করবে এবং
আপনাকে রেজাল্ট সামারি পেজে রিডাইরেক্ট করবে। (রেজাল্ট সামারি পেজে রেজাল্ট সম্পর্কে
প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। )
Online Exam Board এ মডেল টেস্ট দেওয়ার কিছু শর্ত -
যেকোনো মডেল টেস্ট দিতে প্রথমেই আপনাকে স্যাট একাডেমির রেজিস্টার্ড ইউজার হতে হবে।
রেজিস্ট্রেশন করা থাকলে অবশ্যই আপনাকে সিস্টেমে লগইন করতে হবে।
প্রতিটি মডেল টেস্টের জন্য আলাদাভাবে সাবস্ক্রাইব করতে হবে (সাবস্ক্রাইব বাটনে ক্লিক
করে)।
স্যাট একাডেমির Online Exam Board ফিচারটি প্রিমিয়াম হওয়ায় পেইড মডেলে
পে করতে হবে। তবে অধিকাংশ মডেলটেস্ট ফ্রি ।