মোকাব্বির সাহেব এক সময় শহীদনগর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি জাতি ও ধর্মের কোনো পার্থক্য করতেন না বলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিময় পরিবেশ গড়ে উঠে। তিনি সুফি সাধকদের ভক্তি করতেন এবং বহু মসজিদ, মাদ্রাসা, তোরণ, দুর্গ তৈরি করেন। বহুকাল ধরে চেয়ারম্যান থাকায় সে উপজেলায় শিক্ষাদীক্ষায়ও উন্নতি সাধিত হয় ।
মোকাব্বির সাহেবের সাথে মধ্যযুগের কোন সুলতানের মিল রয়েছে?