যমুনা কোম্পানি লিঃ প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৭০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৭,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ার ২ টাকা অধিহারে ৬০% শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। ১০% অতিরিক্ত শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ার যথারীতি স্বণ্টন করা হলো এবং অতিরিক্ত শেয়ারের আবেদনের টাকা ফেরত দেয়া হলো ।
কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত ?