জনাব রফিক তাঁর দুই বন্ধু শফিক ও জব্বারকে নিয়ে 'দেশ এগ্রো' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা মূলধনের অনুপাতে তিনজনের মধ্যে বণ্টনের চুক্তিতে তাঁরা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এ ক্ষেত্রে জনাব রফিককে পরিচালনার দায়িত্ব প্রদান করা হয় এবং মাসিক ভিত্তিতে তার বেতন প্রদান করা হয়। জনাব রফিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্যাবলিকে প্রকৃতি অনুযায়ী একই ধরনের কাজগুলিকে এক একটি স্বতন্ত্র ভাগে ভাগ করেন যেখানে প্রত্যেক বিভাগে এক একটি চূড়ান্ত পণ্য উৎপাদিত হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা লাভে সমর্থ হয়।
উদ্দীপকে বর্ণিত 'দেশ এগ্রো' কোন ধরনের ব্যবসায় সংগঠন?