ইফতি একজন ডাক্তার। তিনি সপ্তাহে ছয়দিন অফিস ও ব্যক্তিগত চেম্বার করেন। প্রতি শুক্রবারে তিনি পরিবারের জন্য শাক-সব্জি, মাছ-মাংশ, দুধ-ডিম ও ফলমূল ক্রয় করেন। দোকানদার তাঁর কাছে ক্রয় মূল্যের উপর ১০% লাভে পণ্য বিক্রয় করেন। কিন্তু অন্য ক্রেতাদের নিকট তাঁদরে পণ্য ক্রয়ের চাহিদার ভিত্তিতে মূল্য নির্ধারণ করেন।
ইফতি কোন ধরনের ভোগ্য পণ্যের ভোক্তা?