বুটস্ট্রাপ৩ ইনপুটের সাইজিং (Bootstrap3 Input Sizing)

ফরম ইনপুটের আকার নির্ধারণ

বুটস্ট্রাপে ফরমের আকার নির্ধারণ করার জন্য .input-lg এবং .input-sm ক্লাস ব্যবহার করা হয়।

এছাড়াও বুটস্ট্রাপের গ্রীড ক্লাস ব্যবহারের মাধ্যমে ফরমের আকার নির্ধারণ করা যায়। এজন্য ফরম ইনপুট এলিমেন্ট অথবা এর প্যারেন্ট এলিমেন্টের মধ্যে গ্রীড ক্লাসগুলো ব্যবহার করতে হবে।


উচ্চতা নির্ধারণ

নিচের উদাহরণে বিভিন্ন উচ্চতাসহ ইনপুট এলিমেন্ট দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1095


Horizontal ফরমে লেভেল এবং ফরম কন্ট্রোলগুলোর আকার নির্ধারন করার জন্য < div class="form-group" > ক্লাসের সাথে .form-group-* ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=1096


কলামের আকার নির্ধারণ

নিম্নলিখিত উদাহরণে .col-xs-* ক্লাসের সাহায্যে বিভিন্ন প্রশস্তের(width) ইনপুট এলিমেন্ট দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1097


সাহায্যকারী টেক্সট

ফরমের মধ্যে ব্লক লেভেল সাহায্যকারী টেক্সট যুক্ত করার জন্য < p >, < span > অথবা < div > এলিমেন্টের মধ্যে .help-block ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=1098

 

Content added || updated By

আরও দেখুন...

Promotion