বুটস্ট্রাপ৩ পেজিনেশন (Bootstrap3 Pagination)

বুটস্ট্রাপ বেসিক পেজিনেশন

যখন ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, সেক্ষেত্রে পেজিনেশন ব্যবহার খুবি কার্যকর হয়।

বুটস্ট্রাপের বেসিক পেজিনেশন নিম্নরুপঃ

বুটস্ট্রাপ পেজিনেশন তৈরি করার জন্য < ul > এলিমেন্টের মধ্যে .pagination ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=976


একটিভ স্টেট

ব্যবহারকারী বর্তমানে কোন পেজে আছেন তা বুঝানোর জন্য .active ক্লাস যুক্ত করুনঃ

kt_satt_skill_example_id=977


Disabled স্টেট

Disabled লিংককে ক্লিক করা যায় না।

যদি কোনো লিংককে disabled করতে চান তাহলে ঐ লিংকে .disabled ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=978


পেজিনেশনের আকার

পেজিনেশন সহজে ছোট বড় করা যায়। বড় ব্লকের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে .pagination-lg ক্লাস এবং ছোট ব্লকের পেজিনেশনের জন্য .pagination-sm ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=979


ব্রেডকাম্ব

ব্রেডকাম্বের মাধ্যমেও পেজিনেশন তৈরি করা যায়। .breadcrumb ক্লাসের মাধ্যমে ন্যাভিগেশন আকারে বর্তমান পেজের অবস্থান জানা যায়। ব্রেডকাম্ব তৈরি করার জন্য

    এলিমেন্টের মধ্যে .breadcrumb ক্লাস ব্যবহার করুনঃ

    kt_satt_skill_example_id=980


    একনজরে ব্রেডকাম্ব এবং পেজিনেশন সংক্রান্ত ক্লাসগুলো দেখে নেইঃ

    ক্লাসবর্ণনা
    .breadcrumbএকটি ব্রেডকাম্ব তৈরী করে।
    .pagerসাধারণ পেজিনেশন লিঙ্ক (পূর্ববর্তী/পরবর্তী) তৈরি করে।
    .previous.pager দ্বারা তৈরিকৃত পেজিনেশন লিংকের "পূর্ববর্তী/Previous" বাটনটিকে পেজের বামপাশে এ্যালাইন করে।
    .next.pager দ্বারা তৈরিকৃত পেজিনেশন লিংকের "পরবর্তী/Next" বাটনটিকে পেজের ডানপাশে এ্যালাইন করে।
    .disabledএকটি লিঙ্ককে আনক্লিক করে রাখার জন্য ব্যবহার করা হয়।
    .paginationপেজিনেশন লিংক তৈরি করে।
    .pagination-lgবড় আকারের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে একত্রে ব্যবহার করা হয়।
    .pagination-smছোট আকারের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে একত্রে ব্যবহার করা হয়।
    .disabledএকটি unclickable লিংককে বুঝায়।
    .activeবর্তমান পেজকে একটিভ করার জন্য ব্যবহার করা হয়।
Content added || updated By

আরও দেখুন...

Promotion