বুটস্ট্রাপ৩ বাটন (Bootstrap3 Button)

বুটস্ট্রাপ বাটন স্টাইল

বুটস্ট্রাপে সাত ধরনের বাটন স্টাইল রয়েছে।

বুটস্ট্রাপ বাটন স্টাইল করার জন্য নিচের বুটস্ট্রাপ ক্লাসগুলো ব্যবহার করা হয়ঃ

  1. .btn-default
  2. .btn-primary
  3. .btn-success
  4. .btn-info
  5. .btn-warning
  6. .btn-danger
  7. .btn-link

নিচের উদাহরনে বিভিন্ন বাটন স্টাইলের কোড দেখানো হয়েছেঃ

kt_satt_skill_example_id=914

< a >, < button >, অথবা এলিমেন্টে বাটন ক্লাসগুলো ব্যবহার করা যায়ঃ

kt_satt_skill_example_id=915


বাটনের আকার

বুটস্ট্রাপে চার আকারের বাটন রয়েছে। নিচের উদাহরণে বিভিন্ন আকারের বাটন দেখানো হলোঃ

নিচের ক্লাসগুলো দ্বারা ভিন্ন ভিন্ন আকারের বাটন বুঝায়ঃ

  1. .btn-lg
  2. .btn-md
  3. .btn-sm
  4. .btn-xs

নিচের উদাহরনে বিভিন্ন আকারের বাটনের কোড দেখানো হয়েছেঃ

kt_satt_skill_example_id=917


ব্লক লেভেল বাটন

ব্লক লেভেল বাটন প্যারেন্ট এলিমেন্টের সমগ্র অংশ জুড়ে থাকে।

ব্লক লেভেল বাটন তৈরি করার জন্য .btn ক্লাসের সাথে .btn-block ক্লাস ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=919


সক্রিয়/নিষ্ক্রিয় বাটন

বাটনকে সক্রিয় বা নিষ্ক্রিয় ভাবে সেট করা যায়। এখানে নিষ্ক্রিয় বলতে বুঝানো হয়েছে যেই বাটনে ক্লিক করা যায় না।

.active ক্লাস ব্যবহার করে বাটনকে সক্রিয় ভাবে সেট করা হয় এবং .disabled ক্লাস ব্যবহার করে নিষ্ক্রিয় ভাবে বাটন সেট করা হয়ঃ

kt_satt_skill_example_id=921


একনজরে বাটন সংক্রান্ত ক্লাসগুলো দেখে নেইঃ

নিচের ক্লাসগুলো যেকোন ,

আরও দেখুন...

Promotion