অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - যতিচিহ্ন | | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. যতিচিহ্নের অপর নাম কী? 

ক. বিরামচিহ্ন খ . বিরতিচিহ্ন গ. বিস্ময়চিহ্ন ঘ. ক ও খ উভয়ই 

২. বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়? ক. কমা খ. সেমিকোলন গ. বিকল্পচিহ্ন ঘ. দাঁড়ি 

৩. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় - 

ক. দাঁড়ি খ. কমা গ. সেমিকোলন ঘ. কোলন 

৪. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? 

ক. কমা খ. কোলন গ. সেমিকোলন ঘ. বিকল্পচিহ্ন 

৫. প্রশ্ন বোঝাতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়? 

ক. প্রশ্নচিহ্ন খ. বিস্ময়চিহ্ন গ. দাঁড়ি ঘ. উদ্ধারচিহ্ন 

৬. শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? 

ক. বিন্দু খ. ত্রিবিন্দু গ. বিকল্পচিহ্ন ঘ. কোলন 

৭. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়? 

ক. বিন্দু খ. ত্রিবিন্দু গ. কমা ঘ. কোলন

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion