অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - নেলসন ম্যান্ডেলা | | NCTB BOOK
7
7

শূন্যস্থান পূরণ কর

ক) নেলসন ম্যান্ডেলা ___ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ৷

খ) ঝোসা ভাষায় ম্যান্ডেলার নাম ছিল ___ ।

গ) ম্যান্ডেলা ___ বছর জেলে ছিলেন ।

ঘ) ম্যান্ডেলার আপ্রাণ প্রচেষ্টায় ___ খ্রিষ্টাব্দে আফ্রিকান সরকার সংবিধানের বৈষম্য বাতিল করেন।

ঙ)“সর্বত্রই আমি নির্দিষ্ট সময়ের চেয়ে ___ মিনিট পূর্বে উপস্থিত থেকেছি।”

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর

ক) ঝোসা ছিলক) অধ্যয়ন শেষ করেন।
খ) রোলিলালার আক্ষরিক অর্থ হচ্ছেখ) তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
গ) নেলসন ম্যান্ডেলা মেথোডিস্ট হাইস্কুলেগ) মুক্তি দেওয়া হয়।
ঘ) নেলসনের বয়স যখন নয় বছরঘ) গাছের ডাল টেনে নিচে নামানো।
ঙ) ১৯৬৪ খ্রিষ্টাব্দের জুন মাসেঙ) একটি আফ্রিকান ভাষা ৷
 চ) তখন তাঁর বাবা মারা যান ৷

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) নেলসন কোন শহরে জন্মগ্রহণ করেন? 

খ) ত্বকচ্ছেদ কিসের বহিঃপ্রকাশ ? 

গ) নেলসন ম্যান্ডেলা কতো বছর কারাভোগ করেন? 

ঘ) ম্যান্ডেলা কতো খ্রিষ্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) নেলসন ম্যান্ডেলার বাল্যজীবন সম্পর্কে লেখ । 

খ) প্রথম নিগ্রো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নেলসন ম্যান্ডেলার প্রধান লক্ষ্য কী ছিল ?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নোসিকেনী
ঝোসা
হেনরী ম্যান্ডেল
গাডলা হেনরী ম্যান্ডেলা
১৯৩৬ খ্রিষ্টাব্দে
১৯৫০ খ্রিষ্টাব্দে
১৯৬০ খ্রিষ্টাব্দে
১৯৬৪ খ্রিষ্টাব্দে
১৯৯০ খ্রিষ্টাব্দে
১৯৯১ খ্রিষ্টাব্দে
১৯৯২ খ্রিষ্টাব্দে
১৯৯৩ খ্রিষ্টাব্দে
Promotion