বহুনির্বাচনি প্রশ্ন :
১. এমব্রয়ডারির জন্য প্রয়োজনীয় উপাদান-
ক. সুতা, চুমকি, পুঁতি
খ. রং, তুলি, মিডিয়াম
গ. কস্টিক সোডা, লবণ, আঠা
ঘ. তুলি, রঙের ট্রে, ব্লক
২. সাধারণত চটজাতীয় কাপড়ের ওপর কোন ফোঁড় দিয়ে সহজে নকশা তৈরি করা যায়?
ক. পিকিনিজ ফোঁড়
খ. স্যার্টিন ফোঁড়
গ. ব্লাংকেট ফোঁড়
ঘ. ব্রুস ফোঁড়
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
নীলা তাঁর মেয়ে রোদেলার জন্য বাজার থেকে একটি সাদামাটা জামা কিনে এনে জামাটিতে কিছু চুমকি আয়না ও পুঁতি লাগিয়ে দিলেন।
৩. রোদেলার জামাটি কোন পদ্ধতিতে অলংকৃত করা হয়েছে ?
ক. প্রিন্টিং
খ. পেইন্টিং
গ. ডাইং
ঘ. এমব্রয়ডারি
৪. অলংকরণের ফলে রোদেলার জামাটি হবে-
i. আকর্ষণীয়
ii. কারুকার্যময়
iii. বৈচিত্র্যময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন :
১.
ক. এমব্রয়ডারি কী?
খ. একটি সাধারণ বস্ত্রকে কীভাবে অসাধারণ করা যায়? বর্ণনা করো।
গ. ১ নং চিত্রের বস্ত্রটি কোন কোন পদ্ধতিতে অলংকৃত করা যায়- ব্যাখ্যা করো।
ঘ. কাপড়ের বৈচিত্র্য আনয়নে ২ নং চিত্রের ভূমিকাই বেশি- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।
Read more