যেকোনো কাজে সফল হতে আগে লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করতে হয়।
লেখাপড়াতেও এর বিকল্প নেই। তাই আপনি যদি পড়াশোনায় ভালো করতে চান তথা আপনার কাঙ্খিত লক্ষ্যে
পৌঁছাতে চান তবে প্রথমেই আপনাকে আপনার পড়ার টপিক্স এবং সময় নির্ধারণ করতে হবে।
লেখাপড়ার এই প্ল্যান নিজে থেকে করা এবং নিয়মিত ট্র্যাকিং রাখা বেশ টাইম কনজিউমিং।
স্যাট একাডেমির স্টাডি প্ল্যান আপনার এই কাজটি অনেক সহ করে দিয়েছে। আপনি স্টাডি প্ল্যান এর
মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল, মডেলটেস্ট, প্রশ্ন-ব্যাংকের এমসিকিউ প্রশ্ন এবং রিটেন প্রশ্নের উপরে
স্টাডি প্ল্যান তৈরি ও ডেড লাইন নির্ধারণ করতে পারবেন।