অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা স্বাস্থ্যরক্ষা ও যোগব্যায়াম এবং আসন | - | NCTB BOOK
179
179

শূন্যস্থান পূরণ কর :

১। নিয়মিত আসন করলে শরীর ___ থাকে।

২। আসন অনুশীলন করলে সাধনার জন্য মন ___ হয়।

৩। পেশি সতেজ রাখা আসনের একটি ___।

৪। সর্বাঙ্গাসন করলে সকল প্রকার ___ বিনাশ ঘটে ।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। আসন অনুশীলন করলে

২। সর্বাঙ্গাসন করলে

৩। স্নায়ু সতেজ রাখার একটি উপায় হলো

৪। হাঁপানি প্রতিরোধ করে

৫। আসন ধর্মের

আসন। 

সর্বাঙ্গাসন। 

ক্লান্তি দূর হয় । 

দেহ নমনীয় হয়। 

অঙ্গ ৷ 

গোমুখাসন ।

 

নিচের প্রশ্নোগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। আসনের উপকারিতা কী? 

২। চিন্তার ক্ষেত্রে আসনের গুরুত্ব কী ? 

৩। গোমুখাসনের একটি উপকারিতা বর্ণনা কর । 

৪। উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা কী?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। নিয়মিত অনুশীলনের গুরুত্ব ব্যাখ্যা কর। 

২। সর্বাঙ্গাসন অনুশীলনের পদ্ধতি বর্ণনা কর। 

৩। গোমুখাসন অনুশীলনের পদ্ধতি বর্ণনা কর । 

৪। উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা ব্যাখ্যা কর ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কুকুরের মুখের মতো
বিড়ালের মুখের মতো
গরুর মুখের মতো
পাখির ঠোঁটের মতো
প্রশান্ত করে
চঞ্চল করে
উত্তেজিত করে
ক্লান্ত করে

Read more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;