অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

                           অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বলতে কি বোঝায় ? 

২. স্প্লিট টাইপ এসি কি? 

৩. উইন্ডো এসির ২টি সুবিধা লেখ ? 

৪. স্প্লিট টাইপ এসি ২টি অসুবিধা লেখ? 

৫. রয়েল বোল্টের কাজ কী? 

৬. ডেটথ ক্যাপ কী কাজে ব্যবহৃত হয়? 

৭. স্যাকশন লাইনে কেন বরফ জমে?

 

                            সংক্ষিপ্ত প্রশ্ন 

১. উইন্ডো টাইপ ও স্প্লিট টাইপ এসির মধ্যে পার্থক্য লেখ। 

২. স্প্লিট টাইপ এয়ারকন্ডিশনারের বৈদ্যুতিক সার্কিট অংকন করে দেখাও । 

৩. উইন্ডো টাইপ এয়ারকুলার মেরামত খরচের হিসাব দেখাও। 

৪. এয়ার কুলার চলে কিন্তু ঠান্ডা কম হয় এর কারণ কি? 

৫. রেফ্রিজারেন্ট রিকভারি বলতে কী বোঝায়? 

৬. ঘরের মাপ ১২১-১৫০ পর্যন্ত হলে কতটন এসি প্রয়োজন ।

 

                           রচনামূলক প্রশ্ন 

১. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের রক্ষণাবেক্ষন কৌশল বর্ণনা করো । 

২. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের মাসিক ও বাৎসরিক রক্ষণাবেক্ষন কৌশল বর্ণনা করো । 

৩. উইন্ডো টাইপ এয়ার কুলারের ত্রুটির তালিকাসমূহ লেখে বর্ণনা করো । 

৪. পুশ পুল রেফ্রিজারেন্ট রিকভারি পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো । 

৫. উইন্ডো টাইপ এসির হিমায়ন বর্ণনা করো ।

 

 

Content added By
Promotion