এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, টুলস, ইন্সট্রুমেন্টস, ইলেকট্রিক কম্পোনেন্ট, রীলে, ওভারলোড প্রটেক্টর, থার্মোস্ট্যাট, টাইমার সম্পর্কে জানব।
এয়ার কন্ডিশনিং ইউনিটের কম্পোনেন্টসমূহ (Components of Air Conditioner )
এয়ার কন্ডিশনিং ইউনিটের ধরণ অনুযায়ী ইলেকট্রিকাল ও মেকানিক্যাল কম্পোনেন্টের ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই সব ইউনিটের মধ্যে যে কম্পোনেন্ট বেশি ব্যবহার করা হয় নিচে সে সব কম্পোনেন্টের তালিকাসহ নাম ও স্পেসিফিকেশন দেয়া হল-
রীলের ব্যবহার
থার্মোস্ট্যাটের ব্যবহার তালিকা
হিমারন ও শীতাতপ নিয়ত্রণে তাপমাত্রা নিররণের জন্যই থার্মোস্ট্যাটের ব্যবহার করা হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে শিল্প (কুলিং) ও উচ্চ (হিটিং) উত্তর অবস্থাকে বোঝানো হয়। সেদিক বিবেচনা করে তিন সলিনয়েড থার্মোস্ট্যাটের ব্যবহার কে বর্ণনা করা হল-
টাইমারের ব্যবহার ক্ষেত্র
বিভিন্ন সলিনয়েড কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে টাইমার ব্যবহার করা হয়। একই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন হতে পারে, আবার ভিন্ন ক্ষেত্রে একই কাজ সংঘটিত হতে পারে। টাইমার যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হল-
১. টাইম ডিলে রীলে
২. মোটর কন্ট্রোল
৩. পাম্প মোটর কন্ট্রোল
৪. এজিটেটর কন্ট্রোল
৫. ডিফ্রস্ট হিটার কন্ট্রোল
৬. ফ্রিজ বা রেফ্রিজারেটরের মোটর ও হিটার কন্ট্রোল ।
ওভারলোড প্রটেক্টরের ব্যবহার