শূন্যস্থান পূরণ কর:
১. ঈশ্বরের সাকার রূপে অবতরণ করাকে …………………………… বলা হয়।
২. জীবসেবা করলে …………………………… সেবা করা হবে।
৩. হিন্দুধর্ম মতে ঈশ্বরের প্রকৃতি বা শক্তিকে বলা হয় …………………………… ।
8. কর্ম অনুসারে …………………………… ভোগ করতে হয়।
৫. ঈশ্বর ভগবান তখনই যখন জীবকে …………………………… করেন।
ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল কর:
বাম পাশ | ডান পাশ |
১. জীবের মধ্যে ঈশ্বর ২. চিরমুক্তিলাভ মানেই হচ্ছে ৩. রাজা ভরত ৪. মাতৃরূপী ঈশ্বর | বিষ্ণুভক্ত ছিলেন আমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন আত্মারূপে অবস্থান করেন মোক্ষলাভ পরিত্রাণ লাভ |
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:
১. তোমার প্রাত্যহিক জীবনের কয়েকটি শুভকর্মের ব্যাখ্যা দাও।
২. জন্মান্তরবাদ বলতে কী বোঝায়?
৩. ভরত মুনিকে হরিণরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল কেন?
8. কীভাবে নারীর প্রতি মর্যাদা প্রদর্শন করা যায়?
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১. 'ব্রহ্ম, অবতার, দেব-দেবী এবং জীব-সব মিলিয়ে এক ঈশ্বর'- ব্যাখ্যা কর।
২. 'কর্মবাদ ও জন্মান্তরবাদ পরস্পর সম্পর্কিত'- বুঝিয়ে লেখ।
৩. 'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'- সংস্কৃত বাক্যটি ব্যাখ্যা কর।
8. 'মাতৃরূপই একজন নারীর সর্বশ্রেষ্ঠ অবস্থান'- দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা কর।
১. ঈশ্বর জীবের মধ্যে কীরূপে অবস্থান করেন?
ক. আত্মা
খ. প্রাণ
গ. বায়ু
ঘ. সাকার
২. মোক্ষলাভের অন্যতম উপায় হচ্ছে -
i. জীবের কল্যাণ করা
ii. নিজের মঙ্গলের জন্য কাজ করা
iii. জগতের হিতসাধন করা।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩. পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্য কর্তব্য কী?
ক. বৃদ্ধবয়সে মা-বাবাকে সেবা করা
খ. পারিবারিক স্বচ্ছলতার প্রতি গুরুত্ব দেওয়া
গ. পরিবারের নারী সদস্যদের যথাযোগ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা
ঘ. অতিথি ও প্রতিবেশীদের শ্রদ্ধা করা।
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সৌমিরানি একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি সকল কাজ করার পাশাপাশি নিজের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অত্যন্ত সচেতন। কারণ তিনি জানেন যে, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মায়ের অবদানই শ্রেষ্ঠ।
৪. সন্তানকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সৌমিরানির করণীয় -
i. উপযুক্ত শিক্ষা প্রদান
ii. নৈতিক চরিত্র গঠনকে গুরুত্ব দেওয়া
iii. স্বাবলম্বী করে তোলা।
কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৫. সৌমিরানির পারিবারিক জীবনে আচরণিক যে অবস্থানটি বিশেষভাবে ফুটে উঠেছে তা হলো-
i. কন্যারূপে
ii. বধূরূপে
iii. মাতৃরূপে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii
ঘ) i ও ii
১. সৃজনশীল প্রশ্ন
অধীরবাবু কর্মকে ধর্ম জ্ঞান করেন। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সকলের জন্য তিনি আর্থিক, পারিবারিক বিভিন্ন কাজে সহায়তা করেন। তবে তিনি মা, বোন এবং স্ত্রীর মর্যাদা ও অধিকারের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল। এ কাজের জন্য তিনি তাদের কাছে কিংবা সৃষ্টিকর্তার নিকট কোনো কিছু প্রত্যাশা করেন না। তার ধারণা মানুষের জন্ম একবারই হয়। পাপ-পুণ্য সবই এ পৃথিবীতে ঘটে।
ক. 'মোক্ষ' কথাটির মানে কী?
খ. 'জন্মান্তরের পেছনে রয়েছে কর্মবাদ' কথাটি ব্যাখ্যা কর।
গ. অধীরবাবুর আচরণে হিন্দুধর্মের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা কর।
ঘ. মা, বোন ও স্ত্রীর প্রতি অধীরবাবুর আচরণ যথার্থ: কথাটি তোমার পঠিত 'নারীর মর্যাদা' বিষয়ের আলোকে মূল্যায়ন কর।
Read more