Summary
এই লেখাটি বাংলাদেশের কৃষি, আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত। এখানে কিছু শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে।
- শূন্যস্থান পূরণে উল্লেখযোগ্য পয়েন্টগুলো:
- মৌসুমে সেচের প্রয়োজন বেশি।
- তীব্র খরায় ফলন ঘাটতি হয়।
- বরফ খন্ড পতনের জন্য একটি বিশেষ নাম রয়েছে।
- কালবৈশাখীর সাথে ঝড় হয়।
- সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে খরা, স্বল্প দিবা উদ্ভিদ, শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টির সংজ্ঞা রয়েছে।
- বহুনির্বাচনি প্রশ্নে শিলাবৃষ্টির সময়, দিবা নিরপেক্ষ উদ্ভিদ এবং চিত্র বিশ্লেষণের জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে।
- সৃজনশীল প্রশ্নে আবহাওয়া, জলবায়ু ও ফসলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে।
এই লেখাটি কৃষি মৌসুম, উদ্ভিদের বৈশিষ্ট্য এবং আবহাওয়ার পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি পরিবেশের বিস্তারিত বিশ্লেষণ প্রদান করে।
শূন্যস্থান পূরণ কর
১. ……….... মৌসুমে সেচের প্রয়োজন বেশি।
২. তীব্র খরায় .………………. ভাগ ফলন ঘাটতি হয়।
৩. বৃষ্টিপাতের সাথে যখন বরফ খন্ড পতিত হয় তখন তাকে ……….... বলে।
8. অধিকাংশ ক্ষেত্রে কালবৈশাখীর সাথে ………………... হয়।
মিলকরণ
| বামপাশ | ডানপাশ | |
১. ২. ৩. ৪. | চৈত্র থেকে ভাদ্র মাস তাপ ও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে আবহাওয়া ও জলবায়ু অনুকূলে থাকলে বাংলাদেশ একটি | খরিপ-২ মৌসুমে কৃষিপ্রধান দেশ ফসল উৎপাদন বৃদ্ধি পায় রবি মৌসুম |
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. খরা বলতে কী বোঝ?
খ. স্বল্প দিবা উদ্ভিদ কাকে বলে?
গ. শিলাবৃষ্টিতে ফসলের কী ধরনের ক্ষতি হয়?
ঘ. অতিবৃষ্টি বলতে কী বোঝ?
রচনামূলক প্রশ্ন
ক. ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বর্ণনা কর।
খ. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলের বর্ণনা দাও।
গ. মৌসুম নিরপেক্ষ ফসলের বর্ণনা দাও।
ঘ. কৃষি মৌসুমের বর্ণনা দাও।
বহুনির্বাচনি প্রশ্ন
১. বাংলাদেশে শিলাবৃষ্টি কখন হয়-
ক. বৈশাখ ও জ্যৈষ্ঠে
গ. ফাল্গুন ও চৈত্রে
খ. আষাঢ় ও শ্রাবণে
ঘ. চৈত্র ও বৈশাখে
২. দিবা নিরপেক্ষ উদ্ভিদগুলো হলো-
i. চিনাবাদাম, টমেটো, পেঁপে
ii. আউশ ধান, বেগুন, কলা
iii. ভুট্টা, ফুলকপি, আলু
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
নিচের চিত্র দুটি লক্ষ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

৩. চিত্র-২ এর উদ্ভিদটি -
ক. সেন্টমার্টিনের কোরাল দ্বীপের
গ. সিলেটের টাঙ্গুয়ার হাওরের
খ. পাহাড়ি অঞ্চলের
ঘ. ময়মনসিংহ অঞ্চলের
8. চিত্র-১-এর উদ্ভিদটি-
i. অর্থকরি ফসল
ii. পানীয় প্রদানকারী
iii. গুল্মজাতীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১. সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাতপ্রবণ অঞ্চলে হলেও প্রচুর শাক-সবজি উৎপাদন হয়। সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামের টিলাতলে মামাবাড়ি বেড়াতে যায়। সেখানে একদিন সে দেখে হঠাৎ করে আকাশ ঘনকালো মেঘে ঢেকে আসে ও ঝড়-বাতাস শুরু হয় এরপর শুরু হয় বৃষ্টি।
ক. ফসলের মৌসুম বলতে কী বোঝ?
খ. আলুকে কার্ডিনাল তাপমাত্রার সবজি বলার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সাদিকের কৃষি অঞ্চলের ফসলের বৈশিষ্ট্য মৌসুম অনুযায়ী বর্ণনা কর।
ঘ. সাদিক ও তার মামা বাড়ি অঞ্চলে আবহাওয়ার বৈশিষ্ট্যের তুলনা কর।
২.

ক. আবহাওয়া ও জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে কয়টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়?
খ. কোন পরিস্থিতিতে শীতকালে ফসলের রোগজীবাণুর বিস্তার ঘটে- ব্যাখ্যা কর।
গ. গ্রাফে চিহ্নিত কৃষি মৌসুমের কোন অংশটিতে সেচের তেমন প্রয়োজন হয় না, কারণ ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে 'গ' চিহ্নিত কৃষি মৌসুমের ফসলে তাপমাত্রার প্রভাব মূল্যায়ন কর।
Read more