অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - দেশপ্রেম | | NCTB BOOK
37
37

শূন্যস্থান পূরণ কর :

১। হিন্দুধর্ম তার অনুসারীদের মধ্যে ___ গুণের বিকাশ ঘটিয়েছে।

২। দেব-দেবীদের রূপের ধারণা দিয়েছেন ___ ৷

৩। ধর্মসংগীতের মধ্য দিয়ে ___ পরিচয় পাওয়া যায় ৷

৪। মহালয়া ঘোষণা দেয় দেবী দুর্গার ___ ৷

৫। এ-সকল ঐতিহ্যকে আমরা ___ রাখব।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়

২। মন্দিরগুলোর কারুকার্য

৩। কান্তজি মন্দিরগাত্রের চিত্রকাহিনী

৪। ধর্মসংগীত

৫। আমাদের কর্তব্য

শিল্পচর্চার পরিচায়ক। 

ঐতিহ্যকে সংরক্ষণ করা । 

মর্মর পাথরে গড়া। 

পোড়ামাটির ফলকে খোদাই করা। 

আমাদের ঐতিহ্য। 

পূজার প্রতিমায়।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। ঋষি-কবিরা কিসের ধারণা দিয়েছেন ? 

২। আলপনা দেখে আমাদের মনোভাব কেমন হয় ? 

৩। ‘অপরপক্ষ’ বলতে কোন পক্ষটিকে বোঝানো হয়েছে? 

৪। মহালয়ায় কাদের স্মরণ করা হয় ? 

৫। দোলযাত্রায় কাদের কুমকুমে রাঙানো হয় ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। ঐতিহ্য বলতে কী বোঝ? হিন্দুধর্মীয় ঐতিহ্যবাহী তিনটি উপাদানের পরিচয় দাও।

২। মহালয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৩। ‘ধর্মসংগীতের মধ্য দিয়ে শিল্পচর্চার ঐতিহ্য প্রকাশ পেয়েছে। ' - কীভাবে? সংক্ষেপে লেখ।

৪। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এমন একটি হিন্দুধর্মীয় ঐতিহ্যবাহী মন্দিরের নাম লেখ। কেন তার এই মর্যাদা?

৫। দোলযাত্রা উৎসবের সংক্ষিপ্ত বর্ণনা দাও ৷

৬। চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, তা সকলের এক মিলন মেলা। ' — কীভাবে? বুঝিয়ে দাও ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ঢাকেশ্বরী মন্দিরগাত্রে
চট্টেশ্বরী মন্দিরগাত্রে
কান্তজি মন্দিরগাত্রে
জগন্নাথ মন্দিরগাত্রে
একাদশী তিথি
দ্বাদশী তিথি
চতুর্দশী তিথি
অমাবস্যা তিথি
লক্ষ্মীপূজার
দুর্গাপূজার
সরস্বতীপূজার
কালীপূজার
দোলযাত্রার সময়
নববর্ষের সময়
দুর্গাপূজার সময়
রথযাত্রার সময়
Promotion