অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য | NCTB BOOK
693
Summary

বহুনির্বাচনি প্রশ্নের সারসংক্ষেপ:

  1. নবান্ন উৎসব হয় শরৎ ঋতুতে।

  2. বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যের কারণ:

    • i. বাঙালি সংকর জাতি
    • ii. ঋতু বৈচিত্র্যপূর্ণ
    • iii. বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান

    সঠিক উত্তর: i, ii ও iii

উদ্দীপক প্রশ্নের সারসংক্ষেপ:

  1. বাংলাদেশের দুর্যোগ: বন্যা

  2. মতির মিয়ার খুশির কারণ:

    • i. জলবায়ুর বিশেষ প্রভাব
    • ii. নদনদীর বিপুল সম্পদ
    • iii. দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য

    সঠিক উত্তর: i, ii ও iii

সৃজনশীল প্রশ্নের সারসংক্ষেপ:

  1. বাংলা প্রথম মাসের নাম: ফাল্গুন

    বাংলাদেশের কৃষি প্রধানত প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরশীল।

    উদ্দীপকে উল্লেখ করা মেলা: রমনা বটমূলে অনুষ্ঠিত মেলা

    মেলার ভূমিকা: সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  2. গোপী নাচ: ব্রহ্মপুত্র নৃগোষ্ঠীর উৎসব।

    বৈসাবি: বৈসাবি উৎসব বোঝায়, যা নৃগোষ্ঠীর নতুন বছরের উৎসব।

    শান্তার নৃগোষ্ঠী: ময়মনসিংহের নৃগোষ্ঠী।

    জীবনযাত্রায় পরিবর্তন: শান্তা ও অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের আধুনিক ঐতিহ্য এবং সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।

বহুনির্বাচনি প্রশ্ন

১. নবান্ন উৎসব হয় কোন ঋতুতে?
ক. বর্ষা
খ. শরৎ
গ. হেমন্ত
ঘ. শীত

২. বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে, কারণ-
i. বাঙালি সংকর জাতি
ii. এ দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ
iii. বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন। নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল। বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। গোয়াল ঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময়ে মতি মাঝি ঐ নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গেয়ে যেত।
৩. উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইংগিত করা হয়েছে?
ক. জলোচ্ছ্বাস
খ. নদী ভাঙ্গন
গ. অনাবৃষ্টি
ঘ. বন্যা

8. উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ-
i. জলবায়ুর বিশেষ প্রভাব
ii. নদনদীর বিপুল সম্পদ
iii. দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. ii ও iii
গ. iও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১. বাংলা প্রথম মাসের প্রথম দিন। ফারিবা, রাইসা, রূপন্তি, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল-সাদা রঙের শাড়ি পরবে। সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে, গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়।
ক. বাংলা প্রথম মাসের নাম কী?
খ. বাংলাদেশের কৃষি প্রধানত কীসের উপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন কর।

২. শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নৃগোষ্ঠী পরিবারের সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। শান্তা অন্তরাকে জানাল যে সে পরিবারের ছোটো কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে। শান্তারা এক সময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে। তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাদের নৃগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া-দাওয়া পোশাক-পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে।
ক. 'গোপী নাচ' কোন নৃগোষ্ঠীর উৎসব?
খ. 'বৈসাবি' বলতে কী বোঝায়?
গ. শান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. "শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে"- বক্তব্যটি বিশ্লেষণ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...