অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - হিন্দুধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ ও মহীয়সী নারী | | NCTB BOOK
27
27

শূন্যস্থান পূরণ কর :

১। যাঁরা আজীবন জগতের উপকার করে যান, তাঁরাই হলেন ___ ও মহীয়সী নারী ।

২। মাদারীপুর ছিল ___ একটি বিখ্যাত কেন্দ্র ।

৩। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত আশ্রমের নাম ___।

৪। মার্গারেটকে শান্তি দেয় ___ ধর্মমত।

৫। রবীন্দ্রনাথ মার্গারেটের নাম দিয়েছিলেন ___।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। মহাপুরুষ ও মহীয়সী নারীদের

২। বিনোদ ছিলেন খুবই 

৩। স্বামী প্রণবানন্দ 

৪। মার্গারেটের পিতা স্যামুয়েল ছিলেন 

৫। ভগিনী নিবেদিতা দার্জিলিং যান

সংযমী ও পরিশ্রমী। 

একমাত্র লক্ষ্য জগতের কল্যাণ। 

একজন ধর্মপ্রচারক। 

অস্পৃশ্যতাকে ঘৃণা করতেন। 

জীবনী সুন্দর। 

সাহসী ও শক্তিমান। 

স্বাস্থ্য উদ্ধারের জন্য ।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কী করতেন ? 

২। বিনোদ কেমন ছিলেন? তিনি বন্ধুদের নিয়ে কী করেছিলেন ? 

৩। বিনোদের নাম ‘স্বামী প্রণবানন্দ’ হয় কখন এবং কীভাবে? 

৪। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিনোদের প্রশংসা করেছিলেন কেন? 

৫। চার্চের কর্তৃপক্ষের সঙ্গে মার্গারেটের বিরোধ বাধে কেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। বিনোদকে কেন ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছিল ? 

২। তীর্থস্থানে পাণ্ডাদের অত্যাচার বন্ধে বিনোদ কী করেছিলেন ? 

৩। বিবেকানন্দের সঙ্গে মার্গারেটের সাক্ষাৎ হয় কখন এবং কীভাবে? 

৪। নারীশিক্ষার জন্য নিবেদিতা কী করেছিলেন ? 

৫। ভারতের স্বাধীনতার জন্য নিবেদিতা কী করেছিলেন?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আচার্য জগদীশচন্দ্ৰ বসু
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
স্কটল্যান্ডে
আয়ারল্যান্ডে
লন্ডনে
সুইজারল্যান্ডে
Promotion