অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - হিন্দুধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ ও মহীয়সী নারী | NCTB BOOK
707

শূন্যস্থান পূরণ কর :

১। যাঁরা আজীবন জগতের উপকার করে যান, তাঁরাই হলেন ___ ও মহীয়সী নারী ।

২। মাদারীপুর ছিল ___ একটি বিখ্যাত কেন্দ্র ।

৩। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত আশ্রমের নাম ___।

৪। মার্গারেটকে শান্তি দেয় ___ ধর্মমত।

৫। রবীন্দ্রনাথ মার্গারেটের নাম দিয়েছিলেন ___।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। মহাপুরুষ ও মহীয়সী নারীদের

২। বিনোদ ছিলেন খুবই 

৩। স্বামী প্রণবানন্দ 

৪। মার্গারেটের পিতা স্যামুয়েল ছিলেন 

৫। ভগিনী নিবেদিতা দার্জিলিং যান

সংযমী ও পরিশ্রমী। 

একমাত্র লক্ষ্য জগতের কল্যাণ। 

একজন ধর্মপ্রচারক। 

অস্পৃশ্যতাকে ঘৃণা করতেন। 

জীবনী সুন্দর। 

সাহসী ও শক্তিমান। 

স্বাস্থ্য উদ্ধারের জন্য ।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কী করতেন ? 

২। বিনোদ কেমন ছিলেন? তিনি বন্ধুদের নিয়ে কী করেছিলেন ? 

৩। বিনোদের নাম ‘স্বামী প্রণবানন্দ’ হয় কখন এবং কীভাবে? 

৪। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিনোদের প্রশংসা করেছিলেন কেন? 

৫। চার্চের কর্তৃপক্ষের সঙ্গে মার্গারেটের বিরোধ বাধে কেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। বিনোদকে কেন ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছিল ? 

২। তীর্থস্থানে পাণ্ডাদের অত্যাচার বন্ধে বিনোদ কী করেছিলেন ? 

৩। বিবেকানন্দের সঙ্গে মার্গারেটের সাক্ষাৎ হয় কখন এবং কীভাবে? 

৪। নারীশিক্ষার জন্য নিবেদিতা কী করেছিলেন ? 

৫। ভারতের স্বাধীনতার জন্য নিবেদিতা কী করেছিলেন?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আচার্য জগদীশচন্দ্ৰ বসু
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
স্কটল্যান্ডে
আয়ারল্যান্ডে
লন্ডনে
সুইজারল্যান্ডে

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...