অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - বন্দনা ও নিত্যকর্ম | NCTB BOOK
375

শূন্যস্থান পূরণ কর :

১. মাতা-পিতা হলেন পুত্র-কন্যার ___।

২. লোক সমাজে ___ মাত্রই গুরুজন।

৩. গুরুদের প্রতি ___  ___ পোষণ করা উচিত।

8. .___ ছোটদের প্রতি স্নেহ মমতা পোষণ করা কর্তব্য।

৫. সংঘের ___ সুখকর।

৬. শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রতি ___ দেখাবে।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

১. বৌদ্ধরা প্রতিদিন 

২. শিক্ষকগণ অকৃপণভাবে 

৩. এজন্য মাতা-পিতার মতো

৪. অভিবাদন করলে আয়ু, বর্ণ, 

৫. সংঘবদ্ধ হয়ে কাজ করলে 

৬. সাধ্যমতো এরূপ কাজ সম্পাদনের

১. শিক্ষাগুরুর স্থানও অতি ওপরে। 

২. সুখ, বল ও জ্ঞান বৃদ্ধি পায় ৷ 

৩. উন্নতি অবশ্যম্ভাবী। 

৪. সকাল-সন্ধ্যা বন্দনা করে। 

৫. জন্য অংশগ্রহণ করবে। 

৬. শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে থাকেন। 

৭. সুফল লাভ হয় ।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. ত্রিরত্ন বন্দনা কাকে বলে ? 

২. নিত্যকর্ম কাকে বলে ? 

৩. গুরুজনদের প্রতি কীরূপ ব্যবহার করবে? 

৪. পরিবার ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব কী ? 

৫. একতাবদ্ধ হয়ে কাজ করলে কী উপকার হয় লেখ। 

৬. যৌথভাবে কাজ দ্বারা সমাজের কী কী উপকার হয় ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. নিত্যকর্মের বর্ণনা দাও । 

২. মাতা-পিতার গুণ বর্ণনা কর। 

৩. শিক্ষাগুরুর গুণ সম্পর্কে লেখ। 

৪. পরিবার ও সমাজে বাস করতে হলে আমাদের কী করা কর্তব্য? বর্ণনা দাও। 

৫. ধর্মীয় উৎসবে আমাদের কী করা কর্তব্য? এ সম্পর্কে লেখ । 

৬. একতাবদ্ধ হয়ে কাজ করলে যে সুফল লাভ হয় তার বর্ণনা দাও ৷

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ধর্মীয় শিক্ষক
জীবন ভ্রাতা
পরম গুরু
উত্তম দেবতা
রতন সূত্র
ধর্মচক্র প্রবত্তন সূত্র
মৈত্রী সূত্র
সপ্ত অপরিহানীয় সূত্র

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...