অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - পূজা ও দান | NCTB BOOK
379

শূন্যস্থান পূরণ কর :

১. পৃথিবীর সবকিছুই ___ ।

২. সর্বতৃষ্ণা, ___ ক্ষয় যেন হয় ।

৩. ধূপের ___ মতো আমাদের কুশলকর্মের সুবাস যেন বিরাজ করে।

৪. পুণ্যের ___ তেমনি হয় সুরভিত।

৫. দানের গুরুত্ব মানব জীবনে ___ ।

৬. মানুষের মধ্যে ___ ব্যক্তিই শ্রেষ্ঠ ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. বৌদ্ধধর্মে পূজা 

২. সমাজ ও বিশ্বে জ্ঞানের 

৩. ঘনসার তৈলযুক্ত প্ৰদীপ 

৪. ধূপ পূজায় আমাদের হৃদয়ের সৎ চেতনা 

৫. অষ্টপরিষ্কার দান বলতে 

৬. সৎ পাত্রে দান

১. প্রদীপ ছড়াতে পারি । 

২. দেওয়াই উত্তম । 

৩. ও দান অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

৪. ও সৎ কর্মের ভাব জেগে ওঠে। 

৫. অন্ধকার দূর করে। 

৬. ভিক্ষুসংঘকে প্রদত্ত নানা দ্রব্যসামগ্রীকে বোঝায় । 

৭. সুগতি লাভও করা যায় ৷

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. দান শব্দের অর্থ কী? দান করলে কী হয় ? 

২. প্রদীপ পূজা করলে কী হয় ? 

৩. জীবন অনিত্য কেন ? 

৪. অষ্টপরিষ্কার দান করতে কয়জন ভিক্ষুর প্রয়োজন? ভিক্ষুরা সেখানে কী করেন? 

৫. দানের পূর্বে দাতাকে কী কী বিষয়ে সচেতন থাকতে হয়? 

৬. কাকে দান দিলে বেশি পুণ্য লাভ হয়?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. প্রদীপ পূজার মাহাত্ম্য বর্ণনা কর । 

২. পদ্যাকারে ধূপ পূজাটি লেখ । 

৩. অসহায়-দুস্থদের সাহায্য করা উচিত কেন বর্ণনা কর? 

৪. ধূপ পূজার পালি গাথাটি লেখ । 

৫. অষ্টপরিষ্কার দানের নিয়মাবলি বর্ণনা কর । 

৬. দানের সুফল তুলে ধর।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আলোর প্রদীপ
ধ্যানের প্রদীপ
বিত্তের প্রদীপ
চিত্তের প্রদীপ
রাতের প্রদীপ
দিনের প্রদীপ
জ্ঞানের প্রদীপ
কামনার প্রদীপ
চিরস্থায়ী
অর্ধস্থায়ী
ঊর্ধ্বস্থায়ী
ক্ষণস্থায়ী
দায়ক-দায়িকাকে
শ্রমণদেরকে
ভিক্ষুসংঘকে
জ্ঞাতিগণকে

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...