১. লেয়ার খামার স্থাপনের জমির বৈশিষ্ট্য কী হবে?
২. কয় ধরনের ঘরে মুরগি পালন করা হয়?
৩. লিটার পদ্ধতিতে লিটার ধরে রাখার জন্য মেঝে থেকে কত উঁচু করে দেয়াল দেওয়া হয়?
৪. “অল ইন অল আউট” পদ্ধতি কী?
৫. এক ব্যাচ বাচ্চা পালন করার কত দিন পর অন্য ব্যাচে বাচ্চা উঠাতে হবে?
৬. পুরাতন লিটার ফার্ম থেকে কত দূরে সরিয়ে রাখতে হবে?
৭. ব্রুডিং কাকে বলে?
৮. পাঁচটি জীবাণুনাশক ঔষধের নাম লেখ।
৯. চিক গার্ডের উচ্চতা কত?
১০. শীতের সময় চিক গার্ডের উচ্চতা কত ?
১১. কয়টি পদ্ধতিতে লেয়ার পালন করা যায়?
১২. লিটার পদ্ধতি কত প্রকার ও কী কী?
১. সাদা হালকা জাতের ক্ষেত্রে লিটার, মেঝে ও খাঁচা পদ্ধতিতে কতটুকু জায়গায় প্রয়োজন হয়?
২. রঙিন ভারী জাতের ক্ষেত্রে লিটার মেঝে ও খাঁচা পদ্ধতিতে কতটুকু জায়গার প্রয়োজন হয়?
৩. গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বৃদ্ধি পেলে তাপ কমানোর জন্য কী করতে হয়?
৪. ঘরের মেঝে, খাঁচা ও অন্যান্য সরঞ্জাম জীবাণুমুক্তকরণ কীভাবে করতে হয়?
৫. হোভারের বাইরে পানি ও খাদ্যপাত্র কীভাবে স্থাপন করা হয়?
৬. খাবার পানি কিভাবে জীবাণুমুক্ত করা যায়?
৭. ব্রুডারের তাপমাত্রা কীভাবে পরিমাপ করা হয়?
৮. খাঁচা কত প্রকার ও কী কী?
৯. খাঁচা পদ্ধতির সুবিধা কী?
১. লেয়ার খামারের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করো ।
২. লেয়ার খামারের খোলামেলা ঘর তৈরির সময় বিবেচ্য বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করো ।
৩ . জীবাণুনাশক নির্ধারিত মাত্রায় মেশাতে হবে কেন? ব্যাখ্যা করো।
৪. ব্রুডিং ঘরে বাচ্চা তোলার পূর্বে ব্রুডিং ঘর প্রস্তুতকরণ সম্পর্কে বর্ণনা করো ।
৫. বাচ্চার আচরন দেখে কিভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তা বর্ণনা করো ।
৬. ব্রুডিং হাউজে বয়স অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা সম্পর্কে বর্ণনা করো ।
৭. লেয়ার পালনের বিভিন্ন পদ্ধতির বর্ণনা করো ।
৮. ব্রুডার ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পদ্ধতি বর্ণনা করো।
৯. ঘরে ফিউমিগশন করার প্রক্রিয়া বর্ণনা করো ।
আরও দেখুন...