Job

আবু সয়ীদ আইয়ুব

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
14

বাংলা সাহিত্য সমালোচক, দার্শনিক আবু সয়ীদ আইয়ুব ছিলেন আপাদমস্তক প্রাবন্ধিক। তাঁর জীবনের বড় অংশ কেটেছে রবীন্দ্ররচনা অধ্যয়ন ও তার সার্থক ব্যাখ্যা-বিশ্লেষণে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর সমর্থন এবং বুদ্ধিজীবীদের সহায়তাদান বিশেষভাবে স্মরণীয়।

  • আবু সয়ীদ আইয়ুব ১৯০৬ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।
  • তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৬৯), সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৭০) ও 'দেশিকাত্তোম' (১৯৭১) উপাধি লাভ করেন।
  • তিনি দীর্ঘদিন পার্কিনসন্স রোগে ভোগার পর ২১ ডিসেম্বর, ১৯৮২ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থগুলোঃ

'বুদ্ধিবিভ্রাট ও অপরোক্ষানুভূতি', 'আধুনিকতা ও রবীন্দ্রনাং (১৯৬৮), 'পোয়েট্রি এন্ড ট্রুথ' (১৯৭০), 'পান্থজনের সখা (১৯৭৩), 'গালিবের গজল থেকে' (১৯৭৬), 'পথের শেষ কোথায়' (১৯৭৭), 'ভ্যারাইটিজ অব এক্সপিরিয়েল (১৯৮০), 'টেগোর্স কোয়েস্ট' (১৯৮০), 'মীরের গজল থেকে', 'আধুনিক বাংলা কবিতা' (সম্পাদনা)।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...