ইটের পয়েন্টিং

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

পয়েন্টিং এক প্রকার আর্ট বা প্রসেস, যার সাহায্যে ইট বা পাথরের দেয়ালের বাইরের পাশের জোড়াগুলো ১ থেকে ২ সেমি গভীরতায় রেকিং করে ভালো গুণ সম্পন্ন মসলা দিয়ে কাঙ্ক্ষিত আকারে ঢেকে দেয়া হয়। এতে জোড়াগুলো আবহাওয়াজনিত কারণে নষ্ট হয় না। পয়েন্টিং সাধারণত দেয়ালের বাইরের পাশে করা হয়।

পয়েন্টিং-এর উদ্দেশ্য:

  • আবহাওয়ার ক্রিয়া থেকে দেয়ালে ব্যবহৃত সামগ্রীকে রক্ষা করার জন্য
  • নির্মান সামগ্রীর বাস্তব রূপ প্রদর্শনের জন্য
  • কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
  • কাঠামোকে অধিকতর স্থায়ী ও শক্তিশালী করার জন্য
  • খরচ কমানোর জন্য
Content added By
Promotion