২.১ ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স সার্কিটের সংযোগ স্থাপন করার প্রস্তুতি গ্রহন।
এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, টুলস, ইন্সট্রুমেন্টস, ইলেকট্রিক কম্পোনেন্ট, রেফ্রিজারেশন কন্ট্রোলস্, প্রেসার কাটআউট (PC) এবং অয়েল প্রেসার কাটআউট সম্পর্কে জানৰ ।
২.১.১ কর্মক্ষেত্রের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সুরক্ষা পোশাক (পিপিই) ব্যবহার নিশ্চিত করে কাজ শুরু করবে।
সুরক্ষা পোশাক (পিপিই) সমূহ হল-
(১) অ্যাপ্রোন (কর্মক্ষেত্রের নিরম মোতাবেক)
(২) হ্যান্ড গ্লাভস
(৩) মাক্স
(৪) গগলস ইত্যাদি।
২.১.২ এয়ার কন্ডিশনারের কম্পোনেন্ট সমূহের পৃথক তালিকা প্রস্তত করবে।
এয়ার কন্ডিশনারের কম্পোনেন্ট সমূহ
২.১.৩ প্রতিটি কম্পোনেন্ট এর টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রস্তুত ও চিহ্নিত করা।
উদাহরণ হিসেবে একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের স্পেসিফিকেশন দেয়া হল-
উদাহরণ হিসেবে একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের স্পেসিফিকেশন দেয়া হল-
উদাহরণ হিসেবে একটি কম্প্রেসর মোটরের স্পেসিফিকেশন দেয়া হল-
উদাহরণ হিসেবে একটি ফ্যান মোটরের স্পেসিফিকেশন দেয়া হল-
২.১.৪ কম্পোনেন্ট সমুহ টেষ্ট করার জন্য প্রয়োজনীয় টুলস ও মেজারিং ইন্সট্রুমেন্টস্ এর তালিকা-
ইন্সট্রুমেন্টস্
ইলেকট্রিক কম্পোনেন্ট
ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট
২.১.৫ কম্পোনেন্ট সমূহ পরীক্ষা করার জন্য প্রযোজনীর মেজারিং ইন্সট্রুমেন্টস সমূহ নির্বাচন ও সংগ্রহ
Read more