রেফ্রিজারেশন বা হিমায়ন কার্যক্রমের জন্য হিমায়ক/ রেফ্রিজারেন্ট প্রবাহের (Flow) প্রয়োজন হয়। পরিমিত মাত্রায় রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ ব্যতীত ইন্সিত/কাঙ্খিত তাপমাত্রা সংরক্ষণ করা যায় না। তাপমাত্রা ও বিদ্যুৎ প্রবাহ দিয়ে এ প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে তাপমাত্রা, চাপ ও বিদ্যুৎ প্রবাহ পারস্পারিক নিয়ন্ত্রণের মাধ্যমে মেকানিক্যাল কার্যক্রম (সুইসিং) নিয়ন্ত্রিত হয়।
ইংরেজি Control শব্দের অর্থ নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল (Control) শব্দ হতে কন্ট্রোলার (Controller) না নিয়ন্ত্রক শব্দটি এসেছে। যে যন্ত্র কোনো কিছু নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রক (Controller or Controlling Device) বলে। কোন ৰঙ্ক বা জায়গা নির্দিষ্ট মাত্রায় ঠাণ্ডা করার জন্য অপেক্ষাকৃত বেশি ক্ষমতার ইউনিট বা প্লাষ্ট ব্যবহার করতে হয়। তা না হলে প্রয়োজনীয় পরিমাণ তাপমাত্রা পাওয়া সম্ভবপর নয় । বেশি ক্ষমতার যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় পরিমাণ তাপমাত্রা দিয়ে প্রত্যাশিত জায়গা বা বস্তুকে নিয়ন্ত্রণ করা হয়। তাপমাত্রার এরকম নিয়ন্ত্রণে কন্ট্রোলারের (Controller) বেশ দরকার হয়। তা ছাড়া প্রয়োজন পূরণ হবার পর যখন প্লান্ট (Plant) বা ইউনিট (Unit) বন্ধ ও পুনরায় পরিচালনা করণে/ করতে নিয়ন্ত্রক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরণের নিয়ন্ত্রক সম্মিলিত রেফ্রিজারেশন বা হিমায়ন সাইকেল নিচে দেখানো হল-
নিয়ন্ত্রক সম্বিলিত রেফ্রিজারেশন সাইকেলে লো হাইপ্রেসার কন্ট্রোলস, ওয়েল প্রেসার সেফটি কন্ট্রোলস, টেম্পারেচার কন্ট্রোলস, ডুয়েল প্রেসার কন্ট্রোলস।
Read more