উৎপাদক : যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক (Factor) বলা হয়। যেমন, এখানে ও রাশি দুইটি এর উৎপাদক।
উৎপাদকে বিশ্লেষণ : যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফলরূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ঐ রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন, [ এখানে ও উৎপাদক] উৎপাদক নির্ণয়ের নিয়মগুলো নিচে দেওয়া হলো :
(ক) সুবিধামতো সাজিয়ে :
কে সাজানো হলো, রূপে।
এখন,
আবার, কে সাজানো হলো,
এখন,
(খ) একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে :
(গ) একটি রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং সূত্র প্রয়োগ করে :
[এখানে b2 একবার যোগ এবং একবার বিয়োগ করা হয়েছে। এতে রাশির মানের কোনো পরিবর্তন হয় না]
বিকল্প নিয়ম :
(ঘ) সূত্রটি ব্যবহার করে :
(ঙ) একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করে :
(চ) এবং
সূত্র দুইটি ব্যবহার করে :
উদাহরণ ১। কে উৎপাদকে বিশ্লেষণ কর।
সমাধান :
উদাহরণ ২। কে উৎপাদকে বিশ্লেষণ কর।
সমাধান :
কাজ : উৎপাদকে বিশ্লেষণ কর : ১। ২। ৩। ৪। ৫। |
আরও দেখুন...