সপ্তম শ্রেণিতে বীজগণিতীয় প্রথম চারটি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে সেগুলো পুনরুল্লেখ করা হলো।
(a + b)² এর জ্যামিতিক ব্যাখ্যাটি নিম্নরূপ :
সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (a + b) x (a + b) = (a + b)²
(a + b)² = ax (a + b) + bx (a + b)
= a² + a² + a² + b² = a² + 2ab + b²
আবার, বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি
a × a + a × b+ b × a + b × b
= a² + ab + ab + b²
= a² + 2ab + b²
লক্ষ করি, সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি
(a + b)² = a² + 2ab + b²
সূত্র ১। (a + b)² = a² + 2ab + b²
কথায়, দুইটি রাশির যোগফলের বর্গ = ১ম রাশির বর্গ + ২ × ১ম রাশি x ২য় রাশি + ২য় রাশির বর্গ।
সূত্র ১। (a - b)² = a² + 2ab + b²
কথায়, দুইটি রাশির বিয়োগফলের বর্গ = ১ম রাশির বর্গ – ২ × ১ম রাশি x ২য় রাশি + ২য় রাশির বর্গ।
সূত্র ৩। a² – b² = (a + b) (a – b)
কথায়, দুইটি রাশির বর্গের বিয়োগফল = রাশি দুইটির যোগফল x রাশি দুইটির বিয়োগফল
সূত্র 8। (x + a) (x + b) = x² + (a + b)x + ab
কথায়, দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে, তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ, স্ব-স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল ও স্ব-স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের গুণফলের সমষ্টির সমান।
অর্থাৎ, (x + a)(x + b) = x² + (a এবং b এর বীজগণিতীয় যোগফল) x + (a এবং b এর গুণফল)
অনুসিদ্ধান্ত ১। a² + b² = (a + b)² – 2ab
অনুসিদ্ধান্ত ২। a² + b² = (a – b)² + 2ab
অনুসিদ্ধান্ত ৩। (a + b)²= (a – b)² + 4ab
অনুসিদ্ধান্ত ৪। (a – b)² = (a + b)² - 4ab
অনুসিদ্ধান্ত ৫। 2(a² + b²) = (a + b)² + (a - b)²
অনুসিদ্ধান্ত ৬। 4ab = (a + b)² – (a - b)²
বা,
উদাহরণ ১। এর বর্গ নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ২। বর্গের সূত্র প্রয়োগ করে এর বর্গ নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৩। এর বর্গ নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৪। এবং হলে, এর মান নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৫। এবং হলে, এর মান নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৬। এবং হলে, এর মান নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৭। এবং হলে, এর মান নির্ণয় কর।
সমাধান :
উদাহরণ ৮। হলে, এর মান নির্ণয় কর।
সমাধান :
কাজ : ২। এর বর্গ নির্ণয় কর। ৩। এবং হলে, এর মান নির্ণয় কর। 8। এবং হলে, এর মান নির্ণয় কর। |
উদাহরণ ৯। সূত্রের সাহায্যে কে দ্বারা গুণ কর।
সমাধান :
উদাহরণ ১০। সূত্রের সাহায্যে কে দ্বারা গুণ কর।
সমাধান : আমরা জানি,
উদাহরণ ১১। সরল কর :
সমাধান : ধরি, এবং
প্রদত্ত রাশি
উদাহরণ ১২। কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ কর।
সমাধান : আমরা জানি,
উদাহরণ ১৩। এবং হলে, এর মান কত?
সমাধান : ধরি, এবং
প্রদত্ত রাশি
[a ও b এর মান বসিয়ে]
[x, y ও z এর মান বসিয়ে]
কাজ : ১ । সূত্রের সাহায্যে ও (5x - 7y) এর গুণফল নির্ণয় কর। ২ । সূত্রের সাহায্যে ও এর গুণফল নির্ণয় কর। ৩। ও কে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ কর। |
জ্যামিতিক ব্যাখ্যা :
সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল
আবার, বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি
লক্ষ করি, সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি
উদাহরণ ১৪। এর বর্গ নির্ণয় কর।
সমাধান : ধরি, এবং
প্রদত্ত রাশির বর্গ
[a,bও c এর মান বসিয়ে]
উদাহরণ ১৫। এর বর্গ নির্ণয় কর।
সমাধান :
বিকল্প সমাধান :
আমরা জানি,
এখানে, এবং ধরে
কাজ : সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর : ১। ২। |
আরও দেখুন...