On This Page
পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী | NCTB BOOK

ওরাঁও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করেন। 

ভাষা : ওরাঁওদের ভাষার নাম কুখ ও সাদ্রি । 

সমাজ ব্যবস্থা : ওরাওঁ সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওরাঁওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয়। তাঁদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাইতো নামে পরিচিত। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন। 

ধর্ম : ওরাঁও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন। তাঁদের প্রধান দেবতা ধার্যেস যাঁকে তাঁরা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন । 

উৎসব : ওরাঁওদের প্রধান উৎসবের নাম কারাম। ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্ল পক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয়। এছাড়াও তাঁরা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন। 

পোশাক: পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরেন। মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন । 

খাবার: ওরাঁওদের প্রধান খাবার ভাত। এছাড়াও তাঁরা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন।

 

ক. এসো বলি

মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি কীভাবে শক্তিশালী হয়েছে শিক্ষকের সহায়তায় আলোচনা কর। গণতান্ত্রিক আচরণ কীভাবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে?


খ. এসো লিখি

এই অধ্যায়ে পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে যা যা শিখেছ সেগুলো একত্র করে একটি ছক তৈরি কর। কাজটি ছোট দলে কর।


গ. আরও কিছু করি

বাংলাদেশের একটি মানচিত্রে ছবি দিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত কর ।


ঘ. যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও ।

১. কোন জনগোষ্ঠী তিকাত থেকে এসেছেন?

ক. গারো           খ. ম্রো            গ. ওরাঁও           ঘ. খাসি

২. নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করেন ?

ক. গারো           খ. ম্রো            গ. ওরাঁও           ঘ. খাসি

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion