কাজের পরিকল্পনা ও প্রস্তুতি (১)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
115
115

উপযুক্ত শিখনফলগুলো অর্জনের লক্ষ্যে এ অধ্যায়ে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি, প্রাইমারী সেটআপ, ফাইল ফরমেট, ভিজ্যুয়াল রেফারেন্স, ড কমান্ড বা টুলস ব্যবহার করে টুডি ছয়িং করা, সিলেকশন উইন্ডো এবং যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন ও সংরক্ষণ সম্পর্কে দক্ষতা অর্জন করব। উক্ত কাজগুলো সম্পাদন করতে পারলে আমরা সহজেই যে কোনো ২টি ড্রয়িং নিয়ে কাজ করতে পারব। নির্ধারিত জবসমূহ সম্পন্ন করার পূর্বে প্রয়োজনীয় বিষয়সমূহ জেনে নেয়া যাক।

Content added By

স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (১.১)

171
171

স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বলতে বুঝায় কোনো সংস্থা কর্তৃক ধাপে ধাপে প্ৰকাশিত নির্দেশাবলী বা এক গুচ্ছ নির্দেশনা যা ঐ সংস্থার কর্মীদের প্রতিদিনের কাজকর্ম করতে সহায়ক ভূমিকা পালন করে। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির মূল লক্ষ্য হলো মানসম্মত উৎপাদন নিশ্চিত করা, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি দুর করা এবং শিল্পক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলী মেনে চলা। অন্য ভাবে বলা যায় যে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOPa) এমন একটি পদ্ধতি যা 'সর্বোত্তম অনুশীলন' নথিভুক্ত করে তাই এটি সকলের জন্য স্পষ্টভাবে বোঝা যায়। এ পদ্ধতিতে যে সকল সুবিধা রয়েছে তা নিম্নরূপ:-

  • একটি কাজ করার সর্বোত্তম উপায় স্পষ্টভাবে প্রদর্শন করে। 
  • প্রসিডিউরগুলোর ত্রুটি কমিয়ে গুণগতমান বজায় রাখতে সাহায্য করে। 
  • যে সকল কর্মী কাজ সম্পাদন করেছে তাদের কাজের মানের ধারাবাহিকতা নিশ্চিত করে।
  • স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণের ফলে সম্পদ এবং সময় যথাসম্ভব দক্ষতার সাথে ব্যবহার করা হয় ফলে অপচয় কম হয়।
  • কর্মীদের প্রশিক্ষণ এবং নির্দেশনা প্রদানে সহায়তা করে।

 

Content added || updated By

টুলস ও ইকুইপমেন্ট (১.২)

179
179

অটোক্যাডে কাজ করার জন্য আমরা যে সকল টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি সেগুলো নিম্নরুপ:

 

 

Content added By

প্রাইমারী সেটআপ (১.৩)

288
288

অটোক্যাড সফ্টওয়্যার ওপেন করার পর আমরা কার্যকরভাবে কাজ করার জন্য এর ইন্টারফেসের কিছু সেটআপ করে থাকি, ফলে কাজ করার সময় নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করা যায়। অটোক্যাড ওপেন করার পর নিম্নলিখিত প্রাইমারী সেটআপগুলো সম্পাদন করা হয়-

১.৩.১ ইউনিট সেটআপ

অটোক্যাড ২০১৪ হইতে ২০২৩ ভার্সনের যে কোনো একটি ভার্সনে ফাইল ওপেন করে কমান্ড লাইনে Units লিখে এন্টার দিলে একটি ইউনিট সেটআপ ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্স থেকে প্রয়োজনীয় ইউনিট টাইপ, প্রিসিশন, ইনসার্শন স্কেল সিলেক্ট করে OK বাটনে ক্লিক করতে হবে।

যে কোনো ড্রয়িং এ একক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে ড্রয়িং করার পূর্বে একক নির্বাচন করা হয়। একক বা Units নির্বাচন করার জন্য নিম্নোক্ত ধাপ অনুসরন করে Units নির্বাচন করা হয়।

 

১.৩.২ এরিয়া বা Limits সেটআপ

 

১.৩.৩ অর্থো সেটআপ (Ortho Setup)

অটোক্যাডের অর্থো মোডটি নির্দিষ্ট দিকে কার্সার চলাচল সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয়। অর্থো বুটআগ বা শাটডাউন করতে ফাংশন কী (FS) ব্যবহার করা হয়। অর্থ বুটআপ থাকলে অংকনের রেখাগুলো আনুভূমিক ৰা উলম্ব ভাবে আঁকা যায় এবং অর্থ শাটডাউন থাকলে যে কোনো কোণে রেখা আঁকা যায়।

 

১.৩.৪ জুন সেটআপ

ড্রয়িং বা ডিজাইনকে কম্পিউটারের কার্য এরিয়ার মধ্যে রাখার জন্য ঘুম সেটআপ করা হয়। ঘুম সাধারণত ১১ প্রকার। প্রত্যেকটির এক একটি ফাংশন আছে। জুম অল (Zoom All) ব্যবহার করলে সকল প্রকার জুম একসাথে কাজ করে। এক্ষেত্রে কমান্ড লাইনে Zoom এর জন্য Z (এন্টার) এবং Zoom All এর জন্য A দিয়ে ঘুম ফাংশন কার্যকর করা যায়।

 

 

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion