খাদ্য প্রস্তুত

নবম-দশম শ্রেণি (দাখিল) - গার্হস্থ্য বিজ্ঞান - খাদ্য প্রস্তুত ও পরিবেশন | | NCTB BOOK

মেনু তৈরি করার পর খাদ্য প্রস্তুত করার প্রস্তুতি নিতে হয়। খাদ্য প্রস্তুতকরণের পূর্বে কতোগুলো বিষয় বিবেচনা করতে হয়-

  • কী খাদ্য প্রস্তুত করা হবে তা মেনু অনুযায়ী নির্বাচন করতে হবে।
  • যে যে খাদ্য প্রস্তুত করা হবে সেই খাদ্য তৈরির কাঁচামাল সংগ্রহ করতে হবে।
  • খাদ্য প্রস্তুত করার আগে সঠিক রেসিপি জেনে নিতে হবে। ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া যায়। কাঁচা মাছ-মাংস, শাকসবজি বেছে, কেটে পরিষ্কার করে নিতে হবে।
  • সঠিক রন্ধন পদ্ধতি অনুসরণ করে খাদ্য প্রস্তুত করতে হবে।
  • খাদ্য প্রস্তুতের সময় সতর্কতা অবলম্বন করতে হয় যেমন : খাবার ঢেকে রান্না করা, বেশি তাপে খাদ্য রান্না না করা ইত্যাদি খাদ্য প্রস্তুত করার সাথে সাথে পরিবেশনের প্রস্তুতি নিতে হয়।
  • খাদ্য প্রস্তুতের পর পরই খাদ্য গরম গরম পরিবেশন করতে হয়।
  • বড় সসপ্যানে ফুটানো পানি দিয়ে দুধ-ডিম মেশানো পাত্রটি মুখ বন্ধ করে এমনভাবে বসাতে হবে যাতে পাত্রটির / অংশ পানিতে ডুবে থাকে।
  • চুলার আঁচ মাঝামাঝি করে ঘণ্টা ফুটাতে হবে।
  • পুডিং সম্পূর্ণরুপে জমে গেলে ঠাণ্ডা করে নিতে হবে।
  • ঠান্ডা হলে ছুরি দিয়ে পুডিং-এর চারদিক ছাড়াতে হবে। প্লেটে তৈরি করা পুডিং-এর পাত্রটি উল্টে পুডিং ঢেলে নিতে হবে।

পরিবেশন সংখ্যাপ্রস্তুতকৃত পুডিংয়ের পরিমাণ প্রায় ৫০০ গ্রাম। দুগ্ধজাত খাদ্য পুডিংয়ের এক পরিবেশন পরিমাণ / কাপ বা ১২৫ গ্রাম। এর ফলে প্রস্তুতকৃত খাদ্যের পরিবেশ সংখ্যা অর্থাৎ জন খেতে  পারবে।

রেসিপির নমুনা-

খাদ্যের নামসবজি নিরামিষ

উপকরণ

পরিমাণ

২০০ গ্রাম

মিষ্টি কুমড়া

কেজি

বেগুন

১০০ গ্রাম

১০ পরিবেশন

পটোল

২০০ গ্রাম

২০০ গ্রাম

পেঁপে

আলু

৩০০ গ্রাম

চা চামচ

আদা বাটা

রসুন কাটা

/ চা চামচ

হলুদের গুঁড়া

মরিচের গুঁড়া

/ চা চামচ

/ চা চামচ

ধনের গুড়া

জিরার গুঁড়া

চা চামচ

/ চা চামচ

পেঁয়াজ কুচি

/ কাপ

লবণ

চিনি

চা চামচ

পরিমাণমতো

কাঁচা মরিচ

তেজপাতা

/ চা চামচ

তেল

২টি

১০০ গ্রাম

পাঁচ ফোড়ন

পরিমাণ মতো

প্রস্তুতকৃত খাদ্যের পরিমাণ (পরিবেশন সংখ্যা)

 

                                                                                                                         

প্ৰস্তুত প্রণালি :

  • সবধরনের সবজিগুলো কাটার আগে ভালো করে ধুতে হবে।
  • সবজিগুলো পছন্দমতো টুকরা করে কেটে নিতে হবে।
  • গরম তেলে পেঁয়াজ কুচি, বাটা গুড়া মসলাগুলো কষিয়ে নিতে হবে।
  • বেগুন মিষ্টি কুমড়া ছাড়া বাকি সব সবজি লবণ দিয়ে নেড়ে নিতে হয় - মিনিট পর কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  • পানি ফুটলে বেগুন, মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে ঢেকে মৃদু জ্বালে রাখতে হবে।
  • ১০-১৫ মিনিট পর সবজি সিদ্ধ হলে কাঁচা মরিচ, চিনি টালা পাঁচফোড়নের গুঁড়া ছড়িয়ে দিতে হবে।
  • পানি শুকিয়ে তেল ওপরে উঠলে চুলা থেকে নামাতে হবে।

পরিবেশনের সংখ্যা এই রেসিপিতে রান্না করা সবজির পরিমাণ কেজি। রান্না করা সবজির পরিবেশন = / কাপ। এটা দশজনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর ফলে প্রত্যেকে অন্তত পরিবেশন পরিমাণ পাচ্ছেযা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ন্যূনতম পুষ্টি চাহিদা মেটায়

Content added By
Promotion