Summary
বাংলাদেশের জাতীয় প্রতীকে কেন্দ্রে পানিতে ভাসমান একটি শাপলা ফুল রয়েছে, যা ডিজাইন করেছেন পটুয়া কামরুল হাসান।
শাপলা ফুলটিকে ঘিরে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা রয়েছে।
চারটি তারকা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করে। পানি, ধান ও পাট বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতির প্রতীক। জলজ প্রস্ফুটিত শাপলা অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির प्रतीক, আর তারকাগুলো জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে।
- বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল ।
 - জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান।
 - শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ।
 - চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
 - চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে ।
 - পানি, ধান ও পাট প্রতীক দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
 - এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক ।
 - তারকাগুলো দ্বারা ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙক্ষা।
 
                                                        
                                                                                                                            Content added By
                                                                                                                    
                                                        
                                                        
                                                        
                                                    
                                                                                                                                                                                                                                                            # বহুনির্বাচনী প্রশ্ন
                        
                            
                             3 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             4
                        
                    
                
                
            
                        
                            
                             5
                        
                    
                
                
            
                        
                             
                             6
                        
                    
                
                
            
                        
                            
                             ধান, পান, শাপলা (paddy, betel leaf, water lily) 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             ধান, পাট, শাপলা (paddy, jute, water lily)
                        
                    
                
                
            
                        
                            
                             ধান, পান, পাট (paddy, betel leaf, jute)
                        
                    
                
                
            
                        
                             
                             পাট, পান, শাপলা (jute, betel leaf, water lily)
                        
                    
                
                
            
                        
                            
                             পাট 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             মসজিদ
                        
                    
                
                
            
                        
                            
                             ধানের শীর্ষ
                        
                    
                
                
            
                        
                             
                             নৌকা
                        
                    
                
                
            
                        
                             
                             শাপলা ফুল 
                        
                    
                
                
            
                        
                            
                             শাপলা 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             পাট গাছ
                        
                    
                
                
            
                        
                            
                             চারদিকে ধান গাছ বেষ্টিত নৌকা
                        
                    
                
                
            
                        
                             
                             প্রতীক নেই
                        
                    
                
                
            
                        
                            
                              ম্যাপল পাতা 
                        
                    
                
                
            
                        
                            
                            
                              লিলি
                        
                    
                
                
            
                        
                            
                              ক্যাঙ্গারু
                        
                    
                
                
            
                        
                             
                              ঈগল
                        
                    
                
                
            Read more