ড্রাফটিং (২)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
714

ড্রাফটিং (Drafting): টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অবজেক্টকে ড্রইং করার প্রক্রিয়াকে ড্রাফটিং বলে। ড্রাফটিং কাজে নিয়োজিত ব্যক্তিদের ড্রাফটম্যান বলে।

ড্রাফটিং দুই ভাগে বিভক্ত। যথা- 

১) হস্তকৃত (Manual) ড্রাফটিং এবং  

২) কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং ।

হস্তকৃত (Manual) ড্রাফটিং

হস্তকৃত ড্রাফটিং-এ ড্রাফটসম্যান অংকনের প্রচলিত যন্ত্রপাতি যেমন- ডিভাইডার, টা ক্ষয়ার, সেট স্কয়ার, কম্পাস, রাবার, পেনসিল ইত্যাদি ব্যবহার করে ড্রইং করে থাকে।

কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং :

কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কোনো অবজেক্ট এর ডিজাইন ও ড্রাফটিং করার কৌশলকে কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং ৰোৱায়৷ ডিজাইন কাজে ব্যবহৃত কম্পিউটার প্রযুক্তিকে কম্পিউটার এডেড ডিজাইন (Computer Aided Design) বা সংক্ষেপে ক্যাড (CAD) বলে।

ড্রইং করার যন্ত্রপাতি (Drawing Instrument):

হস্তকৃত বা ম্যানুয়্যাল ড্রাফটিং-এ যে সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি প্রয়োজন তার একটি তালিকা নিচে দেয়া হলো-

১. ড্রইং টেবিল (Drawing Table) 

২. বোর্ড পিন/ক্লিপ/সেলো টেপ (Board Pin ) 

৩. ড্রইং বোর্ড (Drawing Board) 

৪. টি- স্কয়ার (Tea - Square) 

৫. সেট স্কয়ার (Set Square)  

৬. লস (Scale) 

৭. ডিভাইভার (কাঁটা কম্পাস)- (Divider) 

৮. চাঁদা বা প্রটেক্টর (Protactor) 

৯. পেনসিল (Pencil) 

১০. পেনসিল শার্পনার ( Sharpeiner)

১১. শিরিষ কাগজ (Glass Paper) 

১২. রুমাল ( Handkerchief)

১৩. রাবার বা ইরেজার (Ereasar) 

১৪. ফেঞ্চ কার্ড (French Card)

১৫. ইরেজিং শিশু (Ereasing Shield 

 ১৬. ড্রইং বক্স (Drawing Box )

১৭, ড্রইং পেপার (Drawing Paper )   

১৮. ট্রেসিং পেপার (Trcing Paper )  

১৯. ডায়াগনাল স্কেল 

২০. বো পেনসিল 

২১. পেনসিল কম্পাস বা বো পেনসিল (Pencil Compass or Bow Pencil)

 

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...