ড্রাফটিং

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ড্রাফটিং (Drafting): টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অবজেক্টকে ড্রইং করার প্রক্রিয়াকে ড্রাফটিং বলে। ড্রাফটিং কাজে নিয়োজিত ব্যক্তিদের ড্রাফটম্যান বলে।

ড্রাফটিং দুই ভাগে বিভক্ত। যথা- 

১) হস্তকৃত (Manual) ড্রাফটিং এবং  

২) কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং ।

হস্তকৃত (Manual) ড্রাফটিং

হস্তকৃত ড্রাফটিং-এ ড্রাফটসম্যান অংকনের প্রচলিত যন্ত্রপাতি যেমন- ডিভাইডার, টা ক্ষয়ার, সেট স্কয়ার, কম্পাস, রাবার, পেনসিল ইত্যাদি ব্যবহার করে ড্রইং করে থাকে।

কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং :

কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কোনো অবজেক্ট এর ডিজাইন ও ড্রাফটিং করার কৌশলকে কম্পিউটারের সাহায্যে ড্রাফটিং ৰোৱায়৷ ডিজাইন কাজে ব্যবহৃত কম্পিউটার প্রযুক্তিকে কম্পিউটার এডেড ডিজাইন (Computer Aided Design) বা সংক্ষেপে ক্যাড (CAD) বলে।

ড্রইং করার যন্ত্রপাতি (Drawing Instrument):

হস্তকৃত বা ম্যানুয়্যাল ড্রাফটিং-এ যে সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি প্রয়োজন তার একটি তালিকা নিচে দেয়া হলো-

১. ড্রইং টেবিল (Drawing Table) 

২. বোর্ড পিন/ক্লিপ/সেলো টেপ (Board Pin ) 

৩. ড্রইং বোর্ড (Drawing Board) 

৪. টি- স্কয়ার (Tea - Square) 

৫. সেট স্কয়ার (Set Square)  

৬. লস (Scale) 

৭. ডিভাইভার (কাঁটা কম্পাস)- (Divider) 

৮. চাঁদা বা প্রটেক্টর (Protactor) 

৯. পেনসিল (Pencil) 

১০. পেনসিল শার্পনার ( Sharpeiner)

১১. শিরিষ কাগজ (Glass Paper) 

১২. রুমাল ( Handkerchief)

১৩. রাবার বা ইরেজার (Ereasar) 

১৪. ফেঞ্চ কার্ড (French Card)

১৫. ইরেজিং শিশু (Ereasing Shield 

 ১৬. ড্রইং বক্স (Drawing Box )

১৭, ড্রইং পেপার (Drawing Paper )   

১৮. ট্রেসিং পেপার (Trcing Paper )  

১৯. ডায়াগনাল স্কেল 

২০. বো পেনসিল 

২১. পেনসিল কম্পাস বা বো পেনসিল (Pencil Compass or Bow Pencil)

 

 

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion