তালগাছ

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - | NCTB BOOK

শব্দ শিখি

সাধ - ইচ্ছা

ফুঁড়ে - ভেদ করে

পত্তর - পাতা, পত্র

আরবার - আবার

বাক্য বলি ও লিখি

তালগাছ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

মেঘ  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ইচ্ছা  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ঝরঝর  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

হাওয়া  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

পৃথিবী . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি

যুক্তবর্ণ ভেঙে লিখি

ইচ্ছা      চ্ছ      চ     +     ছ

থন্থর        ত্থ       থ     +       থ

পত্তর      ও       ত      +      ত

কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি।

বুঝে নেই

উঁকি মারে আকাশে - মুখ বাড়িয়ে আকাশ দেখে।

মেঘ ফুঁড়ে যায় - মেঘ ফুটো করে উপরে উঠে যায়।

ফেরে তার মনটি - মন ফিরে আসে।

মা যে হয় মাটি তার – তার কাছে মাটিকে মা মনে হয়।

বলি ও লিখি 

কবিতাটির কবির নাম কী? 

তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে? 

বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে? 

তালগাছ মনে মনে কাকে মা ভাবে?

সঠিক উত্তরটি বলি ও লিখি

তালগাছ উঁকি মারে -

ক. আকাশে         খ. বাতাসে

গ. জানালায়        ঘ. দরজায়

তালগাছের মনের ইচ্ছা -

ক. সব গাছের চেয়ে উঁচুতে উঠবে          খ. কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে

গ. আকাশে উঁকি মেরে দেখবে               ঘ. এক পায়ে দাঁড়িয়ে থাকবে

বাতাস হলে তালগাছের -

ক. পাতা কাঁপা থেমে যায়                      খ. মনের ইচ্ছা থেমে যায়

গ. থন্থর করে পাতা কাঁপে                     ঘ. থন্থর করে পা কাঁপে

দাগ টেনে মিল করি

তালগাছ                                           ঠিক তার মাথাতে

তাইতো সে                                       মা যে হয় মাটি তার

মনে সাধ                                          হাওয়া যেই নেমে যায়

তার পরে                                           এক পায়ে দাঁড়িয়ে

যেই ভাবে                                         কালো মেঘ ফুঁড়ে যায়

গাছ আমাদের কী কী কাজে লাগে তা বলি ও লিখি

Content added By
Promotion