তৃতীয়ঃ পাঠঃ বিষ্ণুপুরানমাশ্রিত্য

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - সংস্কৃত - প্রথম ভাগঃ তৃতীয়ঃ | | NCTB BOOK
9
9

আসীৎ পুৱা সূর্যবংশে যযাতিনাম কশ্চিৎ রাজা। তস্য সর্বশারকুশলা মহাবলাশ্চ পঞ্চ পুত্রা আসন। অর্থ কদাচিৎ শুক্রাচার্যঃ কুপিতঃ "অচিরাং জরামাগুহি"। ইতি যযাতিং শশাপ। তেন স রাজা অকালেনৈব জরামবাপ। ততস্তস্য রাজা হবেন পরিতুষ্ট। শুক্রাচার্য। প্রত্যুবাচ, "যদি তব পুত্রাণাং কোহপি জবাং গৃহীত্বা স্বযৌবনং তে দদাতি তহিঁ তুং জরামুক্তো ভবিষ্যসি।”

ততো নৃপর ক্রমেণ পঞ্চ পুত্রানার উবাচ, "শুক্রাচার্যশাপাৎ জরোং মামুপস্থিতা। তামহঃ তস্যৈব অনুগ্রহাৎ

যুদ্ধাকং কস্মৈ অপি বর্ষসহস্রং পাতুমিচ্ছামি। তদত যুগ্মাকং কঃ অযৌবনং মে দরা জরাং গ্রহীযাতি?"

পিত্রা এমনুনীতোঽপি চতুর্ণাং পুত্রাণাং ন কোহপি জামাদাতুচ্ছৈ। তৈরপি প্রত্যাখ্যাতো নৃপস্তান শশাপ।

অন্য কনিষ্ঠঃ পুত্রঃ পুরুষ রাজানং প্রণম্য সবহুমানমুবাচ, "মহান প্রসাদোহয়ম্” ইত্যুত্ত্বা স জরাং প্রতিগ্রাহ

স্বযৌবনং চ পিত্রে দত্তবান। রাজা তু যৌবনমাসাদ্য বর্ষসহস্রং বিষয়মচরণ সমাক চ প্রজাপালনং কৃষ্ণবান।

অথৈকদা স পুরুমানুষ উবাচ—

“ন জাতু কামঃ কামানামুপভোগেন শামাতি।

হবিধা কৃষ্ণবর্তের ভূয়া এবাভিবৰ্ষতে।।" -ইত্যভিধায় স পুরুং রাজ্যে অভিষিচা তপসে বনং জগাম।

ভূমিকা

পুরাণ সংস্কৃত সাহিত্যের অন্যতম সম্পদ। পুরাণের প্রধান বৈশিষ্ট্য পাঁচটি- সর্গ (সৃষ্টি), প্রতিসর্গ (ধ্বংসের পরে নতুন সৃষ্টির বিকাশ), বংশ (দেবতা ও ঋষিগণের বংশ বর্ণনা), মহন্তর (মনুগণের শাসনকাল) ও বংশানুচরিত (রাজগণের বংশের ইতিহাস)। মহাপুরাণ ১৮ খানা, উপপুরাণও ১৮ খানা। অষ্টাদশ মহাপুরাণের মধ্যে বিষ্ণুপুরাণ অন্যতম। এই পুরাণ সাত্ত্বিক পুরাণ। এতে শ্রীবিষ্ণুর মহিমা পরিকীর্তিত হয়েছে। 'যযাতেরুপাখ্যানম্' বিষ্ণুপুরাণের কাহিনী অবলম্বন করে রচিত।

শব্দার্থ : সর্বশাসৱকুশলা ঃ সকলশারের পারদর্শী। শশাপ- অভিশাপ দিলেন। গৃহীত্বা- গ্রহণ করে। আহুয়া- ডেকে। শুক্রাচার্যশাপাৎ- শুক্রাচার্যের অভিশাপে আলাতুম্ গ্রহণ করতে। দত্তবান দিলেন। হবিষা ঘৃতের যারা কৃষ্ণাত্মা- অগ্নি।

সন্ধিবিচ্ছেদ : যযাতিনাম যযাতিঃ + নাম। অচিরাং = অচিরাৎ + তুং। পঞ্চপুত্রানায় = পঞ্চপুত্রান + আয়। যৌবনমাসাদ্য যৌবনম্ + আসাদ্য। ইত্যুরা = ইতি + উক্কা। এবাভিবৰ্ষতে = এর + অভিবৰ্ধতে।

কারণসহ বিভক্তি নির্ণয়। জরা কর্মে ২য়া। ডে- সম্প্রদানে ৪র্থী। শুক্রাচার্যশাপাৎ- হেতু অর্থে কর্মী। তৈঃ— অনুক্ত কর্তায় ওয়া। পিরে সম্প্রদানে ৪র্থী। উপভোগেন- করণে ওয়া।

ব্যাসবাক্যসহ সমাস। জরামুক্তঃ- আরসা মুক্তঃ- ৫মী তৎপুরুষঃ। বর্ষসহস্রং- বর্ষাণাং সহস্রং- ৬ষ্ঠী তৎপুরুষঃ

সর্বশাস্ত্ৰকুশলাঃ- সর্বাণি শাসত্রাণি (কর্মধারয়ঃ) তেষু কুশলাঃ (৭মী তৎপুরুষঃ)। ব্যুৎপত্তিনির্ণয় = আগুহি = √আপূ + লোট হি। শশাপ- শ লিট্‌ অ। অবাপ = অব- আপ + লিট্‌ অ গৃহীত্বা = গ্রহ + কাচ। আরে আরে + ল্যাপ আমাতুম = আ √দা+ তুমুন। অভিবৰ্ধতে = অস্তি-

অনুশীলনী

১। 'যষাতেরূপাখ্যানম্' কোন পুরাণের অন্তর্গত? উপাখ্যানটি নিজের ভাষায় লেখ।

২। বাংলায় অনুবাদ কর

(ক) অর্থ কদাচিৎ ------------- জরামবাপ। (খ) ততো মৃগঃ --- দাতুমিচ্ছামি।

(গ) অর্থ কনিষ্ঠা পুত্রঃ- ---পিরে দত্তবান। (ঘ) রাজা -------কৃতবান।

৩। প্রসঙ্গ ব্যাখ্যা কর ।

......এবাভিবৰ্ষতে।

৪। সন্ধি বিচ্ছেদ কর যযাতিনাম অচিবাত্ত্বং, পঞপুত্রানাহুর, পাতুমিচ্ছামি, নৃপস্তান, যৌবনমাসাদ্য, এবাভিবৰ্ধতে।

৫। কারণসহ বিভক্তি নির্ণয় কর

জরা, পিত্রো, তানু, রাজানং, হবিধা।

৬। ৰাসবাক্যসহ সমাসের নাম লেখ

জারামুক্তঃ, বর্ষসহস্রং, সর্বশাস্ত্ৰকুশলাঃ মহাবলাঃ, শুক্রাচার্যশাপাৎ। ৭। ব্যুৎপত্তি নির্ণয় কর।

শশাপ, গৃহীত্বা, আদাতুম, আসাদা, আরা, অভিবৰ্ধতে।

৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) মহাপুরাণ কয়টি?

(খ) পুরাণের লক্ষণ কি ?

(গ) বিষ্ণুপুরাণে কার মহিমা বর্ণিত হয়েছে?

(ঘ) যযাতি কে ছিলেন?

(3) শুক্রাচার্য যযাতিকে কি অভিশাপ দিয়েছিলেন? (চ) খ্যাতি পুত্রদের ডেকে কি বললেন?

(ছ) রাজা যযাতির জরা কে গ্রহণ করেছিল? (জ) রাজা কত বছর বিষয় ভোগ করেছিলেন?

(ঝ) রাজা কাকে রাজ্যে অভিষিক্ত করেছিলেন?

১।

সঠিক উত্তরটি দেখ

(ক) যযাতি জন্মগ্রহণ করেছিলেন

(১) সূর্যবংশে

(৩) গুপ্তবংশে

(2) চন্দ্রবংশে

(৪) মৌর্যবংশে।

(গ) যযাতির ছিল

(১) পাঁচ পুত্রা

(২) তিন পুত্র

(৩) চার পুত্র

(৪) দুই পুত্র।

(গ)

যযাতিকে অভিশাপ দিয়েছিলেন-

(১) শুক্রাচার্য

(৩) বিশ্বামিত্র

(২) বাস

(খ) যযাতির কনিষ্ঠ পুত্র ছিল-

(8) দুর্বাসা।

(১) যদু

(৩) শুধু

(২)

পুরু

(8) ।

(৫)

(২) মধুকে

যযাতি রাজ্যে অভিষিক্ত করেছিলেন-

(১) পুরকে

(৩) যদুকে

(৪) রঘুকে।

Content added By
Promotion