পঞ্চমঃ পাঠঃ পঞ্চতন্ত্রম

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - সংস্কৃত - প্রথম ভাগঃ তৃতীয়ঃ | | NCTB BOOK
11
11

অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপাং নাম নগরম। তত্র সকলাসিার্থকল্পদুমঃ সকলকলাপারংগতঃ অমরশক্তিদাম বাজা বভব। তস্য এবং পুত্রাঃ পরমদুমেধসো বসুশক্তিগ্রেশক্তিবানেকশক্তিশ্চেতি নামানো বতৃতুঃ। অর্থ রাজা তান শাস্ত্রবিমুখানালোক্য সচিবানাহয় প্রোবাচ, "ভোর, আতমেত ভবতিযমৈতে পুত্রাঃ শাস্ত্রবিমুখা বিবেকরহিতাশ্চ। তদেতান পণ্যতো মে মহসপি রাজ্যং ন সৌখ্যমাবহতি। অথবা সাদিমুচ্যতে- অজাতমূতমুখেত্যো মুতাজাতৌ সুতৌ বরম্ ।

যতস্তেী স্বপ্নদুঃখায় যাবজ্জীবং জড়ো দহে। কিং ভয়া ক্রিয়াতে ধেরা যান সুতে ন সুখদা তদেতষাং যথা বুদ্ধিপ্রকাশে ভবতি তথা কোঽপি উপায়োহনুষ্ঠীতাম্। অত্র ও মন্দভাং বৃত্তিং জানানাং

কোহর্থঃ পুত্রেণ জাতেন যো ন বিধান ন ভক্তিমান।

পণ্ডিতানাং পঞ্চশতী তিষ্ঠতি। ততো যথা মম মনোরথাঃ সিদ্ধিং যাপ্তি তথ্যানুষ্ঠীয়তামিতি ।" তত্রৈকা প্রোবাচ, "দেব! দ্বাদশভিবর্ষৈব্যাকরণঃ শুরুতে। ততো ধর্মশাস্ত্রাণি মম্মাদীনি, অর্থশাস্ত্রাণি চাণক্যাসীনি,

কামশাস্ত্রাণি বাৎসায়নাদীনি, এবং চ ততো ধর্মার্থকামশাসরণি ভারতে। ততঃ প্রতিবোধনং তবতি । " অনন্তরোহপরঃ সুমতিনামা প্রাহ, "অশাশ্বতোইয়ং জীবিতব্যবিষয়ঃ প্রভূতকালজ্ঞেয়ানি শব্দশাস্ত্রাণি। তৎ সংক্ষেপমাত্রা শাস্ত্রং কিঞ্চিদতেষাং প্রবোধনার্থং চিন্তাতামিতি। উচ

অন্তপারং কিল শব্দশাসং যমং তথায়ুৰ্বহবক্ষ বিঘ্নাঃ

সারং ততো গ্রাহ্যমপা

হংসৈৰ্যথা ক্ষীরমিবাদমধ্যাৎ

অনত্রাস্তি বিষ্ণুশর্মা নাম ব্রাহ্মণঃ সকলশারপারংগমঃ ছাত্রসংসদি লক্ষ্মকীর্তিঃ তমৈ সময়তোন। স নূনং

দ্রাক প্রবুদ্ধান করিষ্যতি। স রাজা অন্যকর্ণ বিষ্ণুশর্মাণমানুয় প্রোবাচ, "ভো ভগবন্! মননুগ্রহার্থম্ এতান অর্থশাস্ত্রং প্রতি প্রাণ যথা অনন্যসদৃশান বিদধাসি তথা কুরু। তদহং ত্বাং শাসনশতেন যোজয়িখ্যামি।"

অর্থ বিষ্ণুশর্মা তং রাজানমূচে, "দেব। শ্রয়তা মে তথ্যবচন। নাহং বিদ্যাবিক্রয়ং শাসনশতেনাপি করোমি। পুনরেতাংস্তব পুত্রান্ মাসখটকেন যদি নীতিশাস্ত্রজ্ঞান ন করোনি ততঃ স্বনামত্যাগ‍ করোনি। কিং বন্ধুনা। মমাশীতিবৰ্ষস্য ব্যাবৃত্তসবেন্দ্রিয়ার্থস্য ন কিঞ্চিদর্থেন প্রয়োজনম্ । কিন্তু প্রার্থনাসিদ্ধার্থং সরস্বতীবিনোদং করিষ্যামি।

অঘাসেই রাজা তাং ব্রাহ্মণস্য অসম্বব্যাং প্রতিজ্ঞাং শুক্লা সচিব প্রশ্নটো বিস্ময়ান্বিতা তমৈ সাদরং তান কুমারা সমৰ্পা পরাং নিবৃত্তিমাগাম। বিষ্ণুশর্মাপি তানাদায় তদর্থং মিত্রভেদ- মিত্রপ্রাপ্তি- কাকোলুকীয়- লঘপ্রণাশ- অপরীক্ষিতকারকাণি চেতি পঞ্চতন্ত্রাণি রচয়িতা পাঠিভাস্তে রাজপুত্রাঃ। হেপি তান্যধীতা মাসৃষটকেন যথোক্তাঃ সংবৃত্তাঃ। ততঃ প্রভৃত্যেতৎ পঞ্চতন্ত্র, নাম নীতিশাসত্রং বালাববোধনার্থং ভূতলে

সংস্কৃত গল্পসাহিত্যের গ্রন্থরাজির মধ্যে পঞ্চতন্ত্র অন্যতম। কথিত আছে যে পণ্ডিত বিষ্ণুশর্মা এই গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি পাঁচটি তন্ত্র বা অধ্যায়ে বিভক্ত- মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লক্ষ্মপ্রণাশ, ও অপরীক্ষিতকারক। দাক্ষিণাত্য প্রদেশের অন্তর্গত মহিলারোপা নগরের রাজা অমরশক্তির মূর্খ পুত্রদের নীতিশাসের অভিজ্ঞ করার জন্য এই গ্রন্থটি রচিত হয়। পৃথিবীর বহু ভাষায় পঞ্চতন্ত্র অনূদিত হয়েছে। শব্দার্থ : পরমদুমেধসঃ- অত্যন্ত মূর্খ। সচিবান মন্ত্রীদেরকে। প্রোবাচ বললেন। সকলার্থিসার্থ কল্পদ্রুমঃ- সকল প্রার্থীর নিকট কল্পবৃক্ষরূপ। শুতা- শুনে। সমৰ্প সমর্পণ করে। নিবৃতম্ শান্তি।

সন্ধি বিচ্ছেদ । শাস্ত্রবিমুখানালোক্য = শাসরবিমুখান + আলোক্য। সচিবানাহ্য় = সচিবান্ + আয়।

ভবভিনমৈতে = অবयি এতে। সাদিমুচ্যতে = সাধু + ইস্ + উচ্যতে।

দ্বাদশভিবর্ষেব্যাকরণং = দ্বাদশভিঃ + বধৈঃ + ব্যাকরণঃ প্রভৃত্যেত = প্রভৃতি + এতে।

কারণসহ বিভক্তি। ভবত্তিঃ- অনুক্ত কর্তায় ৩য়া। স্বপ্নদুঃখায় তাদর্ঘ্যে চতুর্থী। বর্ষৈঃ- অপবর্গে ওয়া

ছাত্রসংসপি- অধিকরণে ৭মী অর্থেন 'প্রয়োজন' শব্দযোগে তথা তানি- কর্মে হয়া। ব্যাসবাক্যসহ সমাস। শাস্ত্রবিমুখান্ শাসের বিমুখাঃ (৭মী তৎপুরুষঃ), তান। বিবেকরহিতাঃ বিবেকেন রহিতাঃ (৩য়া তৎপুরুষঃ)। পঞ্চশতী- পঞ্চনাং শতানাং সমাহারঃ (দ্বিপুঃ)। ব্যুৎপত্তিনির্ণয় । বভূবুঃ = √ভূ + লিফ্ট উস। পশ্যতঃ = √দৃশ + শত্রু, ৬ষ্ঠীর একবচন। দহে দহ + বিধিলি যাৎ। দুগ্ধদা = দুগ্ধ- দা + ক + ত্ৰিয়াম্ আপ। যোজয়িষ্যামি = V + নিচ + লুট স্যামি। অধীত্য = অধি-ই +

অনুশীলনী

পঞ্চতন্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

রাজা অমরশক্তির মূর্খ পুত্ররা কিভাবে নীতিশাসের অভিজ্ঞ হয়েছিল? ৩। বাংলায় অনুবাদ কর

(ক) ভ -নামানো ববুঃ ।

(খ) অর্থ রাজা ---- সৌখ্যমাবহতি।

(গ) তত্রৈকঃ প্রোবাচ -----------প্রতিবোধনং ভবতি।

(খ) কিং বরুনা-- করিষ্যামি।

(ঙ) বিষ্ণুশর্মাপি-- --- পাঠিত্যস্তে রাজপুত্রাঃ।

৪। প্রসঙ্গ ব্যাখ্যা কর।

(ক) অজাতমৃতমূর্খেত্যো---- জড়ো দহে। - ক্ষীরমিবাঘুমধ্যাৎ।

(খ) অনন্ত পারং ৫। ভাবসম্প্রসারণ কর

(ক) কিং তয়া কিনতে যেখা যা ন সূতে ন দুখদা। (খ) সারং ততো গ্রাহ্যমপাস্য ফল্গু।

৬। সন্ধিবিচ্ছেদ কর

সচিবানায়, প্রভৃত্যেত‍, সাদিমুচ্যতে, বিবেকরহিতাক্ষ, মদত্তাং, চাণক্যালীনি।

৭। কারণসহ বিভক্তি নির্ণয় কর। ভবতি, বর্ষৈঃ, ছাত্রসংসদ, রাজানম্ ।

৮। ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ

বিবেকরহিতাঃ, পঞ্চশতী, অনন্যসদৃশান, বিদ্যাবিক্রয়ং, পঞ্চতন্ত্রাণি ।

৯। ব্যুৎপত্তি নির্ণয় কর।

বড়বুঃ দুগ্ধদা, অধীত্য, তৃজানানাম্, প্রোবাচ।

১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) মহিলারোপ্য নগরটি কোথায় অবস্থিত?

(খ) রাজা অমরশক্তির পুত্রদের নাম লেখ।

(গ) পঞ্চতন্ত্রের কালে ব্যাকরণ শিখতে কতদিন ব্যয় করা হত।

(ঘ) সুমতি কে ছিলেন?

(a) রাজপুত্রদের নীতিশাস্ত্রজ্ঞ করেছিলেন কে? (চ) পঞ্চতন্ত্রের পাঁচটি অধ্যায় কি কি?

১১। বাক্যরচনা কর :

বভূব, পঞ্চশতী, রাজানম্, প্রয়োজনম্, শুষতাম্।

১২। শূন্যস্থান পূরণ কর

(ক)

-মৃতাজাতৌ সুতৌ বরম্ ।

(খ) যতী

- যাবজ্জীবং জড়ো দহে। • রেখা যা ন সূতে ন সুখদা। কিং তয়া-

(খ) অনন্ত পারং কিল-

(৩) হংসৈযথা-

O

=

Content added || updated By
Promotion